দুরন্ত: সেরি-আ ম্যাচে তোরিনোর বিরুদ্ধে ফ্রি-কিক থেকে গোল করার পথে জুভেন্টাসের রোনাল্ডো। গেটি ইমেজেস
জুভেন্টাসের হয়ে অবশেষে ফ্রি-কিকে গোল করতে পেরে নিজেকে অনেকটাই চাপমুক্ত মনে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। শনিবার সেরি আ-য় রোনাল্ডোরা ৪-১ হারিয়েছেন তোরিনোকে। এই জয়ে তুরিনের ক্লাব টানা নবম লিগ খেতাব জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল। তবে পর্তুগিজ মহাতারকার কাছে এই ম্যাচটা আলাদা অনুভূতির, কারণ ইটালিতে খেলতে এসে ৪২টি ব্যর্থ চেষ্টার পরে এই প্রথম তিনি ফ্রি-কিকে গোল পেলেন!
রোনাল্ডো বলেছেন, ‘‘আত্মবিশ্বাস ফিরে পেতে একটা অন্তত ফ্রি-কিক থেকে গোল পাওয়ার দরকার ছিল।’’ যা শুনে জুভেন্টাস ম্যানেজার মাউরিজ়িয়ো সাররি বিস্মিত। তিনি ভাবতেই পারছেন না, শুধু ফ্রি-কিক থেকে গোল করতে না পারা নিয়ে এতটা উদ্বেগে ছিলেন পাঁচ বারের ব্যালন ডি’ওর জয়ী তারকা। ‘‘বিশ্বাস করুন, ভাবতেই পারছি না, ফ্রি-কিক থেকে গোল করতে না পারাটা ক্রিশ্চিয়ানোর কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল! অবাক হয়ে দেখলাম, গোলের পরে ও আমায় বলে গেল, এ বার কিন্তু পেরেছি।’’
রোনাল্ডো ফুটবল জীবনে ক্লাবের হয়ে এই নিয়ে ৪৬টি গোল করলেন ফ্রি-কিকে। আগে রিয়াল মাদ্রিদে করেছেন ৩২টি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ১৩টি। ফুটবল বিশ্লেষকেরা জুভেন্টাসে রোনাল্ডো এত দিনেও ফ্রি-কিকে গোল না পাওয়ায় বিস্ময় প্রকাশ করছিলেন। পর্তুগিজ তারকা নিজেও যে এটা নিয়ে ভেবেছেন তা গোলের পরে তাঁর প্রতিক্রিয়াতে স্পষ্ট। অথচ ফ্রি-কিকে না পারলেও, জুভেন্টাসে তাঁর এ বার ২৫টি গোল হয়ে গেল। ১৯৬১-র পরে রোনাল্ডোই প্রথম, যিনি সেরি আ মরসুমে ২৫ গোল করলেন।
সাররি উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পাওলো দিবালারও। তোরিনোর বিরুদ্ধে শনিবার আর্জেন্টিনীয় তারকাও গোল পেয়েছেন। যা নিয়ে জুভেন্টাস ম্যানেজারের কথা, ‘‘দিবালার যোগ্যতা নিয়ে আমার সংশয় ছিল না। এটা ঘটনা, গত মরসুমে ও বেশি গোল পায়নি। তখনও ওর খেলা নিয়মিত দেখতাম। শুধু মনে হত, ভাগ্য খারাপ বলে ছেলেটা গোল পাচ্ছে না।’’ সেরি আ-তে খেলে ২০টি ক্লাব। প্রত্যেক দলের ৩৮টি ম্যাচ। রোনাল্ডোরা খেলে ফেললেন ৩০টি। পয়েন্ট ৭৫। শনিবার এসি মিলানের কাছে ০-৩ হারায়, খেতাবের দৌড়ে লাজিয়ো আর জুভেন্টাসকে চ্যালেঞ্জ জানানোর জায়গায় থাকল না। তাদের পয়েন্ট ৩০ ম্যাচে ৬৮। দু’নম্বর লাজিয়োর থেকে ৭ পয়েন্ট এগিয়ে থাকা জুভেন্টাসের পরের ম্যাচ এসি মিলানের সঙ্গে। মিলানে ম্যাচ বার করতে পারলে, রোনাল্ডোদের খেতাব এক রকম নিশ্চিত হয়ে যাবে। সাররি অবশ্য বলছেন, ‘‘আত্মতৃপ্তির জায়গা নেই। বাকি ম্যাচগুলিতেও একই ছন্দ ধরে রাখতে হবে।’’
তোরিনো ম্যাচ নিয়ে রোনাল্ডো বলেছেন, ‘‘জানতাম ম্যাচটা কঠিন। জিতে সত্যিই ভাল লাগছে। মনে হয়, আজকের জয়ের পরে লাজিয়োর চাপ বেশ খানিকটা বাড়িয়ে দেওয়া গেল।’’ ফ্রি-কিকে গোল করে খুশি হলেও তাঁকে বলতে শোনা গেল, ‘‘কে গোল করছে সেটা বড় ব্যাপার নয়। আসল হচ্ছে জেতা। আমি আর দিবালা যে গোল পাচ্ছি, সেটা দলের জন্য দারুণ। কিন্তু ভাল প্রত্যেকেই খেলছে। আশা করছি মিলানের বিরুদ্ধেও আমরা জিতব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy