গোলের পর উল্লাস কাভানির। ছবি টুইটার
বলিভিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠে গেল উরুগুয়ে। অন্য ম্যাচে চিলিকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করে ফেলল প্যারাগুয়ে। বলিভিয়ার শেষ আটে ওঠার কোনও সম্ভাবনা আর থাকল না।
সব থেকে বেশি বার কোপা জেতার নজির রয়েছে উরুগুয়ের। কিন্তু এবারের প্রতিযোগিতায় এখনও ছন্দ খুঁজে পায়নি তারা। প্রথম ম্যাচে আর্জেন্তিনার কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে চিলির বিরুদ্ধে ড্র করে তারা। বলিভিয়ার গোলরক্ষক কার্লোস লাম্পের আত্মঘাতী গোলে বৃহস্পতিবার এগিয়ে গিয়েছিল উরুগুয়ে। দ্বিতীয়ার্ধে গোল করেন এডিনসন কাভানি। দেশের হয়ে ৫২তম গোল হল তাঁর।
প্যারাগুয়েকে ৩৩ মিনিটে এগিয়ে দেন ব্রায়ান সামুদিয়ো। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করেন মিগুয়েল আলমিরন। গ্রুপ এ-তে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্তিনা। পরবর্তী তিনটি স্থানে রয়েছে যথাক্রমে প্যারাগুয়ে, চিলি এবং উরুগুয়ে।
#CopaAmérica 🏆@Uruguay consiguió su primer triunfo en esta CONMEBOL #CopaAmérica tras vencer 2-0 a @laverde_fbf con goles de Carlos Lampe, en contra, y Edinson Cavani. Estas fueron las acciones más destacadas
— Copa América (@CopaAmerica) June 24, 2021
Bolivia 🆚 Uruguay #VibraElContinente #VibraOContinente pic.twitter.com/LnJMHbUp58
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy