Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Euro Cup 2020

Euro 2020: ইউরো কাপের খেলা দেখতে গিয়ে বিভিন্ন দেশের সমর্থকরা করোনা আক্রান্ত

ফিনল্যান্ডে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে বলে জানানো হয়েছে।

ডেনমার্ক বনাম বেলজিয়াম ম্যাচের খেলা দেখতে আসা তিন জন সমর্থক করোনার ডেল্টা প্রজাতিতে আক্রান্ত হয়েছেন।

ডেনমার্ক বনাম বেলজিয়াম ম্যাচের খেলা দেখতে আসা তিন জন সমর্থক করোনার ডেল্টা প্রজাতিতে আক্রান্ত হয়েছেন। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ০৯:১৬
Share: Save:

ফিনল্যান্ডের ফুটবল সমর্থকরা রাশিয়া গিয়েছিলেন ইউরো কাপের খেলায় দলকে উৎসাহ দিতে। তাঁরা দেশে ফিরতেই ফিনল্যান্ডের করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে বলে জানিয়েছে সেই দেশের স্বাস্থ্য দফতর। ডেনমার্কে তিন জন সমর্থক করোনার ডেল্টা প্রজাতি ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেও জানা গিয়েছে।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে দুটো ম্যাচ খেলেছিল ফিনল্যান্ড। প্রথমটা রাশিয়ার বিরুদ্ধে এবং পরেরটা বেলজিয়ামের বিরুদ্ধে। সেই ম্যাচের পর রাশিয়ার সীমানার দিকে ১০০ জন করোনা আক্রান্তকে পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে বেশির ভাগই খেলা দেখতে গিয়েছিলেন রাশিয়ায়। দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে বলে জানানো হয়েছে।

ফিনল্যান্ডের চিকিৎসক রিস্টো পিটিকাইনেন বলেন, “খেলা দেখতে গিয়েছিলেন এঁরা। ভাল ভাবেই সেখানে করোনাভাইরাস ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। ওঁরা নিজেদের মধ্যেই আদান প্রদান করেছেন, তবে ভাইরাস তো ছড়িয়েছেই।” ২২ জুন বেলজিয়ামের বিরুদ্ধে খেলা ছিল ফিনল্যান্ডের। সেই দিন ১৫টি বাস রাশিয়া গিয়েছিল। সেই বাসে থাকা বেশির ভাগ মানুষই করোনা আক্রান্ত। কর্তৃপক্ষ মনে করছেন আরও অনেকে করোনা সংক্রমিত হবেন, কারণ সীমানা পার করার সময় সবার করোনা পরীক্ষা করা হয়নি।

গ্রুপ বি-র খেলা ঘিরেই যত গণ্ডগোল। ডেনমার্ক বনাম বেলজিয়াম ম্যাচের খেলা দেখতে আসা তিন জন সমর্থক করোনার ডেল্টা প্রজাতিতে আক্রান্ত হয়েছেন। ডেনমার্কের স্বাস্থ্য দফতর জানিয়েছে খেলা দেখতে আসা চার হাজার সমর্থকের করোনা পরীক্ষা করা হয়েছে। এক আধিকারিক বলেন, “যে তিন জন করোনার ডেল্টা রূপে আক্রান্ত হয়েছেন, তাঁদের সংস্পর্শে আসা সকলকেই সচেতন করা হয়েছে।” খেলা দেখতে এসে সেই দেশে এখনও অবধি ২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। ইউরো কাপে প্রি কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে ডেনমার্ক। অ্যামস্টারডামের সেই ম্যাচ দেখতে গিয়ে ১২ ঘণ্টার বেশি সময় সেই দেশে থাকলে ডেনমার্কের ফুটবল সমর্থকদের নিভৃতবাসে থাকতে হবে বলে জানানো হয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE