৪-২ ফলে জয় পেল ডেভিড অস্পিনার দল। ছবি: রয়টার্স
কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়া। পেনাল্টিতে উরুগুয়েকে হারিয়ে দিল তারা। ৪-২ ফলে জয় পেল ডেভিড অস্পিনার দল।
প্রথম ৯০ মিনিটে কোনও দলই গোল করতে পারেনি। সুয়ারেজ, কাভানিদের আটকে রেখেছিলেন অস্পিনা। পেনাল্টিতে তাঁরা গোল পেলেও, আটকে দেন মারিয়া গিমিনেজ এবং মাতিয়াস ভিনার শট। দলকে সেমিফাইনালে তোলেন নাপোলির গোলরক্ষক।
কলম্বিয়ার হয়ে পেনাল্টিতে গোল করেন দুভান জাপাতা, ডেভিনসন সাঞ্চেজ, এরি মিনা এবং মিগুয়েল বোর্জা। তবে ম্যাচের নায়ক অস্পিনাই। তিনি বলেন, “আমরা দেশকে আনন্দ দিতে চেয়েছিলাম। আশা করব ওরা শান্তি পাবে।”
El ladrillo que faltaba en el muro : DAVID OSPINA 🧱#VibraElContinente #CopaAmérica pic.twitter.com/pyw0dK2oEi
— Copa América (@CopaAmerica) July 4, 2021
পেনাল্টি মানেই কলম্বিয়ার কাছে ছিল হতাশা। ২০১৫ এবং ২০১৯ সালে পেনাল্টিতে হেরেই কোপা থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। ২০১৮ সালে বিশ্বকাপেও ইংল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টিতেই হেরে গিয়েছিল কলম্বিয়া। সেই শাপমোচন যেন হল এ বারের কোপায়।
অস্পিনা বলেন, “অপূর্ব অনুভূতি। পেনাল্টি এমনই। কখনও আনন্দ দেবে, কখনও দুঃখ। ম্যাচে কখনও উরুগুয়ে দাপট দেখিয়েছে, কখনও আমরা। কিন্তু পেনাল্টি শুট আউটে যে কোনও কিছু হতে পারে।”
শুরু থেকেই উরুগুয়ের ওপর চাপ রেখেছিল কলম্বিয়া। জয়ের হাসি শেষ পর্যন্ত তাদেরই মুখে। সামনে এ বার লিয়োনেল মেসির আর্জেন্টিনা। সুয়ারেজদের আটকে দেওয়ার পর এ বার অস্পিনার সামনে মেসি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy