লিয়োনেল মেসি। ফাইল ছবি
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। দলের জয়ে সম্ভবত একটু বেশিই খুশি হয়ে পড়েছিলেন কিট ম্যানেজার মারিয়ো ডি’স্টেফানো।
লিয়োনেল মেসির সঙ্গে উল্লাস করতে গিয়ে তাঁকে মাথা দিয়ে গুঁতো মেরে বসলেন। চোটের হাত থেকে মেসি বেঁচে গেলেও ঘটনার পর কিছুক্ষণ আঘাত লাগা জায়গায় হাত বুলোতে দেখা যায় তাঁকে।
ইকুয়েডর ম্যাচে প্রথমে রদ্রিগো দি পল এবং লাউতারো মার্তিনেসকে দিয়ে গোল করান মেসি। এরপর ইনজুরি টাইমে ফ্রি-কিক থেকে সরাসরি গোল করেন। খেলা শেষের পর যখন রিজার্ভ বেঞ্চের কাছে এসেছেন, তখনই তাঁকে জড়িয়ে ধরেন ডি’স্টেফানো।
#CopaAmérica 🏆
— Copa América (@CopaAmerica) July 4, 2021
Amores que duelen 😂 ¡Más cuidado con el 🔟!
Argentina 🆚 Ecuador #VibraElContinente #VibraOContinente pic.twitter.com/Vcbj8usE4s
মেসিকে সজোরে জড়িয়ে ধরতে গিয়ে তাঁকে আচমকাই আঘাত করে বসেন তিনি। সঙ্গে সঙ্গে ব্যথা লাগা জায়গায় হাত বুলোতেও দেখা যায় ডি’স্টেফানোকে। পরে অবশ্য মেসি হাসতে হাসতেই মাঠ ছেড়েছেন। তবে এক আর্জেন্টাইন সংবাদপত্রের খবর, মেসির ব্যথা ম্যাচের পরেও বেশ কিছুক্ষণ ছিল।
এই ঘটনার ভিডিয়ো টুইটারে পোস্ট করেছে কোপা আমেরিকার সরকারি অ্যাকাউন্ট। সঙ্গে লিখেছে, ‘এই ব্যথা মেসির পছন্দ। কিন্তু ১০ নম্বরকে নিয়ে আরও সতর্ক থাকতে হবে’।
আগামী বুধবার ভোরে সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy