কোয়ার্টার ফাইনালে মেসিরা। ছবি: রয়টার্স
প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা। মঙ্গলবার ১-০ গোলে জিতে তিন ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। ব্রাজিল এবং চিলির পর তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল লিয়োনেল মেসির আর্জেন্টিনা।
১০ মিনিটের মাথায় আর্জেন্টিনার হয়ে গোল করেন আলেয়ান্দ্রো গোমেজ। তাঁকে গোলের পাস বাড়িয়েছিলেন আঞ্জেলো দি মারিয়া। শুরু থেকেই ভয়ঙ্কর দেখাচ্ছিল মারিয়াকে। বল নিয়ে ডানদিক থেকে ভিতর দিকে ঢুকে আসেন তিনি। তারপর ডিফেন্স চেরা পাস গোমেজকে। চিপ করে গোলকিপারের ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে খেলা এই ফুটবলার। স্বস্তির হাসি মেসিদের মুখে।
এ দিন ৪-২-৩-১ ছকে মাঠে নেমেছিল লিয়োনেল স্কালোনির ছেলেরা। প্রথম একাদশে শুরু করেন সার্খিয়ো আগুয়েরো। আট মিনিটের মাথায় তাঁর কাছে সুযোগ এসে গিয়েছিল স্কোরকার্ডে নামে তোলার। গোলের সামনে বল পেয়েও তেকাঠির মধ্যে তা রাখতে পারেননি তিনি। ৬১ মিনিটের মাথায় তাঁকে তুলে লাজিয়োর জোয়াকিন কোরিয়াকে নামিয়ে দেন স্কালোনি।
Argentina 1 vs Paraguay 0
— Luis (@2536luis) June 22, 2021
Minute 9
Live minute 17#CopaAmerica2021 ⚽️ 🌎 ⚽️ #Messi
Argentina has not lost to Paraguay in 25 games in Copa America history#Brasilia pic.twitter.com/hEO9YE7wfH
তবে ২-০ গোলে জিততেই পারতেন মেসিরা। ৪৫ মিনিটের মাথায় জালে বল জড়িয়ে দিয়েছিলেন প্যারাগুয়ের জুনিয়র আলন্সো। তবে প্রথম গোলের দুই কারিগরই সুযোগ তৈরি করে দিয়েছিলেন দলকে ফের এগিয়ে দেওয়ার। দি মারিয়ার শট আটকে দেন প্যারাগুয়ের গোলরক্ষক অ্যান্থনি সিলভা। সেই বল পেয়ে যান আর্জেন্টিনার লিয়ান্দ্রো প্যারাদেস। পাস বাড়িয়ে দেন গোমেজকে। সেই বল ধরে গোল বক্সে ক্রস তোলেন তিনি। আলন্সোর পা লেগে সেই বল গোলে ঢুকে যায়। তবে অফসাইডের সিদ্ধান্ত জানান রেফারি। ভার-এর মাধ্যমে যাচাই করেও অফসাইডের সিদ্ধান্তই বহাল রাখা হয়। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকতেই পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy