Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
ATKMB

মোহনবাগানে জিম, ফটক পি কে, চুনীর নামে

গোটা মোহনবাগান তাঁবু সাজানো হয় দুজনের ছবি ও সাদা ফুল দিয়ে।

মোহনবাগান ক্লাব তাঁবুতে পালিত হল প্রয়াত চুনী গোস্বামী ও পি কে বন্দ্যোপাধ্যায়ের স্মরণ সভা।

মোহনবাগান ক্লাব তাঁবুতে পালিত হল প্রয়াত চুনী গোস্বামী ও পি কে বন্দ্যোপাধ্যায়ের স্মরণ সভা। ছবি টুইটার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২১ ২৩:৩৭
Share: Save:

বুধবার মোহনবাগান ক্লাব তাঁবুতে পালিত হল প্রয়াত চুনী গোস্বামী ও পি কে বন্দ্যোপাধ্যায়ের স্মরণ সভা। এখানেই জানানো হয় মোহনবাগানের জিম হবে পি কে-র নামে, আর ক্লাবে ঢোকার ফটক হবে চুনীর নামে। ক্লাবে তৈরি হবে সংগ্রহশালা। সেখানে রাখা থাকবে প্রয়াত দুই ফুটবলারের স্মারক।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইচুং ভুটিয়া, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ চট্টোপাধ্যায়, সাংসদ ও পি কে-র ভাই প্রসূন বন্দ্যোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায়, গৌতম সরকার, কৃষ্ণেন্দু রায়রা। ছিলেন পি কে, চুনীর বাড়ির সদস্যরা। গোটা মোহনবাগান তাঁবু সাজানো হয় দুজনের ছবি ও সাদা ফুল দিয়ে।

প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পি কে শুধু আমার দাদা ছিলেন তা-ই নয়, ভারতীয় ফুটবলে উনি এক নক্ষত্র ছিলেন। আমি যখন মোহনবাগানে খেলছি, তখন উনি ইস্টবেঙ্গলের কোচ। মা তখন ইস্টবেঙ্গল-মোহনবাগানের খেলা থাকলে ঠাকুরঘরে বসে থাকতেন, আর চাইতেন ম্যাচ ড্র হোক। যাতে কোনও ছেলেই না হারে। গত এক বছর ধরেই খুব যন্ত্রণায় আছি। দাদা নেই ভাবতেই পারি না।’’

অন্য বিষয়গুলি:

football Chuni Goswami PK Banerjee ATKMB Sailen Manna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy