মালয়েশিয়া কোচের সাহায্যে আপ্লুত রিকেটস। ছবি: টুইটার।
ম্যাচের মাঝেই জামাইকার ব্যাডমিন্টন খেলোয়াড়ের জুতো ছিঁড়ে গেল। কমনওয়েলথ গেমসের গুরুত্বপূর্ণ ম্যাচে সমস্যায় পড়লেন জামাইকার জাতীয় চ্যাম্পিয়ন স্যামুয়েল রিকেটস। সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মালয়েশিয়ার ব্যাডমিন্টন দলের কোচ।
রিকেটসের সঙ্গে অতিরিক্ত জুতো ছিল না। কী ভাবে ম্যাচ শেষ করবেন মালয়েশিয়ার টিজে ইয়ংয়ের বিরুদ্ধে? খালি পায়ে খেলা অসম্ভব। ম্যাচের মাঝেই বিপদে পড়ে যান জামাইকার প্রতিযোগী। সে সময় এগিয়ে এলেন প্রতিপক্ষ দলের কোচ হেনড্রাওয়ান। নিজের দলের সহজ জয়ের কথা ভুলে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। নিজের জুতো খুলে দিলেন রিকেটসকে। চিন্তামুক্ত হলেন জামাইকার প্রতিযোগী। বাকি ম্যাচটা খেললেন প্রতিপক্ষ দলের কোচের জুতো পায়েই।
শেষ পর্যন্ত রিকেটস অবশ্য ম্যাচ জিততে পারেননি। ইয়ংয়ের কাছে ১২-২১, ১৬-২১ ব্যবধানে হেরে যান। পরে রিকেটস মিক্সড ইভেন্টের কোয়ার্টার ফাইনালের ডাবলস ম্যাচও খেলেন হেনড্রাওয়ানের জুতো পরেই। সেই ম্যাচও হেরে যায় জামাইকা। শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৫-০ ব্যবধানে হেরে যায় জামাইকা।
When the opposition coach is your shoe size and saves the day
— Commonwealth Sport (@thecgf) July 30, 2022
It's what the Games is all about!#B2022 #CommonwealthGames #Badminton pic.twitter.com/wnJcJ7uNKW
মালয়েশিয়ার ব্যাডমিন্টন কোচের এই ভূমিকা প্রশংসিত হয়েছে কমনওয়েলথ গেমসের আসরে। অনেকেই তাঁর প্রশংসা করেছেন। নেটমাধ্যমে ছড়িয়েছে ঘটনার ভিডিয়ো। ম্যাচ হারলেও হেনড্রাওয়ানকে ধন্যবাদ জানিয়েছেন রিকেটস। ভবিষ্যতের জন্য পাল্টা শুভেচ্ছা জানান মালয়েশিয়ার কোচও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy