শনিবার ভারতকে প্রথম পদকটি এনে দেন সঙ্কেত। —ফাইল চিত্র
প্রি-কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের এরিয়ান নিকোলসনকে উড়িয়ে দিলেন তিনি। ম্যাচের ফল লভলিনার পক্ষে ৫-০।
সঙ্কেত রুপো পেয়েছিলেন। ভারোত্তোলনে ব্রোঞ্জ পেলেন গুরুরাজা। শনিবার রাতে ভারতকে সোনা এনে দেন মীরাবাই চানু।
সোনার কাছাকাছি এসেও পারলেন না সঙ্কেত। শেষ সুযোগে ১৩৯ কেজি তুলতে গিয়ে চোট পেলেন। মালয়েশিয়ার প্রতিযোগী ১৪২ কেজি তুলে সোনা জিতলেন।
Sanket Sargar wins #TeamIndia's first medal at the Birmingham 2022 Commonwealth Games 🎆👏
— Team India (@WeAreTeamIndia) July 30, 2022
He dedicates his 🥈 in men's 55kg weightlifting to all the brave Indians who fought for the country's independence #EkIndiaTeamIndia | #B2022 pic.twitter.com/Jmpg8NrhHT
ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় ১৩৫ কেজি তোলেন সঙ্কেত। দ্বিতীয় এবং তৃতীয় চেষ্টায় ১৩৯ কেজি তুলতে গিয়ে চোট পান তিনি। দুই বিভাগ মিলিয়ে তিনি ২৪৮ কেজি। শীর্ষে ছিলেন তিনি।
গুয়েনার বিরুদ্ধে খেলতে নেমেছে ভারত। মণিকা বাটরা জিতলেন ১১-১, ১১-৩, ১১-৩ ফলে। ভারত এগিয়ে রয়েছে ২-০ ব্যবধানে।
২০০ মিটার ফ্রিস্টাইলে নেমেছিলেন ভারতের কুশগ্র রাওয়াত। তিনি শেষ করেন অষ্টম স্থানে। সময় নেন ১.৫৪.৫৬ মিনিট।
গ্রুপ এ-তে শ্রীলঙ্কার প্রতিযোগীর বিরুদ্ধে জিতলেন লক্ষ্য সেন। ২১-১৮, ২১-৫ ফলে জেতেন তিনি। এর আগে মিক্সড ডাবলসে সাত্ত্বিক সাইরাজ এবং অশ্বিনী পোনাপ্পা জেতেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
ভারোত্তোলনে ৫৫ কেজি বিভাগে নেমেছেন সঙ্কেত। প্রথম চেষ্টায় ১০৭ কেজি তোলেন তিনি। দ্বিতীয় চেষ্টায় তোলেন ১১১ কেজি। তৃতীয় বার তোলেন ১১৩ কেজি। স্ন্যাচ ইভেন্টের শেষে শীর্ষে রয়েছেন ভারতের ভারোত্তোলক।
শনিবার কমনওয়েলথ গেমসে ভারতের প্রতিযোগীরা খেলতে নামবেন লন বল, বক্সিং, ব্যাডমিন্টন, সাইক্লিং, অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিকস, টেবল টেনিস, হকি, স্কোয়াশ, সাঁতার এবং ভারোত্তোলনে।
INDIA AT @birminghamcg22
— Team India (@WeAreTeamIndia) July 30, 2022
DAY 2 SCHEDULE.#EkIndiaTeamIndia #WeAreTeamIndia pic.twitter.com/U2Dyjs30nm
DAY 2 SCHEDULE (Contd) pic.twitter.com/HEFwPvXk5A
— Team India (@WeAreTeamIndia) July 30, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy