Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ছয়

শেষ প্রতিযোগিতায় নামছেন রজার ফেডেরার। ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি২০ ম্যাচ। উদ্বেগজনক রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। চলছে পুরুলিয়া-ঝাড়গ্রামের দু’টি স্টেশনে রেল অবরোধ।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৬:২৮
Share: Save:

রজার ফেডেরারের শেষ প্রতিযোগিতা

শেষ প্রতিযোগিতায় নামছেন রজার ফেডেরার। লেভার কাপ টেনিসই হবে তাঁর শেষ প্রতিযোগিতা। বিকেল সাড়ে ৫টা নাগাদ এই খেলাটি শুরু হবে।

ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি২০

আজ ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি২০ ম্যাচ রয়েছে। সন্ধ্যা ৭টা থেকে খেলাটি শুরু হবে।

পুরুলিয়া-ঝাড়গ্রামের রেল অবরোধ

পুরুলিয়া ও ঝাড়গ্রামের দু’টি স্টেশনে রেল অবরোধ চলছে কুড়মি সম্প্রদায়ের। এর ফলে বহু ট্রেন বাতিল হয়েছে। আজ রেল অবরোধ ওঠে কি না, সে দিকে নজর থাকবে।

পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টি২০

আজ পাকিস্তান ও ইংল্যান্ডের তৃতীয় টি২০ ম্যাচ রয়েছে। রাত ৮টা নাগাদ খেলাটি শুরু হবে।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি

উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি সংক্রমণ। রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার পার করেছে। কলকাতা-সহ লাগোয়া জেলাগুলির অবস্থা খুবই খারাপ। আজ সংক্রমণ সংখ্যার দিকে নজর থাকবে।

আবহাওয়া কেমন?

আজ রাজ্যে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতেও। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কোথাও নেই।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

অন্য বিষয়গুলি:

News of the Day Roger Federer India vs Australia weather
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy