ভারতীয় দল। —ফাইল চিত্র।
জিতে কলকাতা ছাড়বেন কোহলিরা
জন্মদিনে শতরান দিয়েছেন দলকে। বিরাট জয়ে বিশ্বকাপে আপাতত আটে আট ভারত। রাউন্ড রবিন লিগে রোহিতদের পরবর্তী এবং শেষ ম্যাচ আগামী রবিবার বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সোমবারই কলকাতা ছেড়ে যাচ্ছে ভারতীয় দল।
বিশ্বকাপ ক্রিকেট
বিশ্বকাপ ক্রিকেটে আজ একটিই ম্যাচ। বাংলাদেশ মুখোমুখি শ্রীলঙ্কার। বাংলাদেশ ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। শ্রীলঙ্কাকে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে। দিল্লিতে খেলা শুরু দুপুর ২টোয়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টসে।
জ্যোতিপ্রিয় মামলা এবং তদন্ত
রেশন বন্টন দুর্নীতিতে ২৭ অক্টোবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ওই দিনই তাঁকে আদালতে হাজির করানো হয় সেখানেই তিনি অসুস্থ হয়ে পরেন। আদালত তাঁকে হাসপাতালে চিকিৎসার সঙ্গে ১০দিন ইডি হেফাজতের নির্দেশ দেন। হিসাব মতো সেই ১০দিন শেষ হচ্ছে সোমবার। এরমধ্যে বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর গত সোমবার মন্ত্রীকে ইডি দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে জেরা করে রেশন বন্টন দুর্নীতিতে আরও কারা জড়িত তার সন্ধানে নেমেছে তদন্তকারীরা। এর জন্য শনিবার কলকাতা, সল্টলেক, নদিয়া, বঁনগার একাধিক সংস্থা, মিল এবং অফিসে তল্লাশি শুরু করেছে ইডি। গত এক সপ্তাহে মন্ত্রীকে জেরা করে দুর্নীতির কতটা হদিশ পেল সেই দিকে নজর সবার।
উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সেলিং শুরু
হাইকোর্টের নির্দেশে সোমবার উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শুরু হবে। গত মঙ্গলবারই স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) তাদের ওয়েবসাইটে প্রার্থীদের কল লেটার বা ইনটিমেশন লেটার আপলোড করে দিয়েছিল। কললেটার সঙ্গে নিয়ে কাউন্সেলিংয়ে যেতে হবে প্রার্থীদের।
মমতার কেন্দ্রে বিজয়া সম্মেলনী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে তৃণমূলের বিজয়া সম্মেলনী। সোমবার সন্ধ্যায় আলিপুরের উত্তীর্ণ মুক্ত মঞ্চে আয়োজিত হবে এই সম্মেলনী। মুখ্যমন্ত্রী স্বয়ং এই বিজয়া সম্মেলনীতে হাজির থাকবেন বলে জানিয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
মহুয়া মৈত্র বিতর্ক
মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্তের খসড়া রিপোর্ট মঙ্গলবারের বৈঠকে তৈরি করে ফেলতে পারে লোকসভার এথিক্স কমিটি। ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে। এ নিয়ে জিজ্ঞাসাবাদ পর্বে এথিক্স কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধেও ‘কুরুচিকর’ ব্যক্তিগত প্রশ্ন করার অভিযোগ তুলে ওয়াক আউট করেছিলেন মহুয়া। মহুয়ার সঙ্গে বেরিয়ে এসেছিলেন কমিটিতে থাকা বিরোধী দলগুলির সাংসদেরাও। কমিটির বাইরেও এই বিতর্ক প্রতি দিনই চলছে। চলবে সোমবারও।
দুই রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব শুরু হবে মঙ্গলবার। ভোটগ্রহণ করা হবে ছত্তীসগঢ় ও মিজোরামে। মিজোরামে এক দফায় ভোট নেওয়া হলেও ছত্তীসগঢ়ে হবে দু’দফায়। ইতিমধ্যেই দুই রাজ্যে তৎপরতা তুঙ্গে। নির্বাচনী প্রস্তুতির দিকে আমাদের নজর থাকবে।
ইজ়রায়েল- হামাস সংঘর্ষ।
প্যালেস্তিনীয় প্রশাসনের প্রেসিডেন্ট মহম্মদ আব্বাস রবিবার রামাল্লা শহের আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেন। অবিলম্বে যুদ্ধ থামানোর আবেদন জানান আব্বাস। ইজরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী গাজায় পরমাণু বোমা ফেলার প্রস্তাবের কথা বলায় বিতর্ক তৈরি হয়েছে। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশ্য সেই সম্ভাবনা খারিজ করে ওই মন্ত্রীকেও সাসপেন্ড করেছেন। পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতিতে ইতিমধ্যে ১১ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতি দিকে কোন দিকে গড়ায় আমরা লক্ষ রাখব।
রাজ্যের আবহাওয়া।
সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। তবে সবার নজর এখন তাপমাত্রার দিকে। শীত আসি আসি করছে। কবে বাংলায় উত্তুরে বাতাস ঢুকবে তা অবশ্য এখনও স্পষ্ট নয়। সোমবারও নজর থাকবে তাপমাত্রার দিকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy