অভিনব কায়দায় চলছে পিচ তদারকি। — টুইটার
তিন দিন আগের সাইক্লোনে তছনছ যে শহর, তার প্রভাব ক্রিকেট মাঠে পড়বে না, তা হয়? শুক্রবার থেকে যে এখানে ভারত-ইংল্যান্ড টেস্ট শুরু, তা চিপকের অবস্থা দেখে বোঝার উপায় নেই। শুক্রবার সকালে চিপকে প্রথম বল পড়ার আগে দুই দল প্র্যাকটিসে নামতে পারবে কি না আদৌও, তারও কোনও নিশ্চয়তা নেই।
‘ভারদা’-য় আক্রান্ত চেন্নাইয়ে টেস্ট হওয়া নিয়েই প্রশ্ন উঠেছিল দু’দিন আগে। স্ট্যান্ডবাই রাখাও হয়েছিল মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামকে। কিন্তু আয়োজক তামিলনাড়ু ক্রিকেট সংস্থার আশ্বাসে দুই দলের ক্রিকেটাররা মঙ্গলবার শহরে ঢুকে পড়েন। তবে বুধবার তাঁরা কেউ প্র্যাকটিসের সুযোগই পেলেন না। বৃহস্পতিবার টেস্ট শুরুর আগেরও দিনও নেট প্র্যাকটিস হবে কি না, তারও কোনও ঠিক নেই। এ দিন নেটওয়ার্ক বা ওয়াইফাই সমস্যার জন্য বিরাট কোহালিরা বেশির ভাগ সময়ই ব্যস্ত ছিলেন হোটেলে ভিডিও গেমস খেলতে।
আউটফিল্ড ও প্র্যাকটিস পিচের যা অবস্থা, তাতে প্র্যাকটিস করা সম্ভব ছিল না বলেই জানালেন আয়োজকরা। টিএনসিএ সচিব কাশী বিশ্বনাথ বলেন, ‘‘আমরা দুই টিম আর বিসিসিআই-কে জানিয়ে দিয়েছি প্র্যাকটিসের সমস্যার কথা।’’ ইন্ডোর প্র্যাকটিসের ভাল ব্যবস্থা থাকলেও সেখানে জল জমে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার কোনও দল প্র্যাকটিসের সুযোগ পায় কি না, সেটাই দেখার। ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্য সকাল সাড়ে ন’টায় প্র্যাকটিসের শিডিউল ঘোষণা করে দেয় এ দিন।
নেটওয়ার্ক-ওয়াইফাইহীন চেন্নাইয়ে বিরাট কোহালিরা মজে ‘ফিফা’ গেমসে।
প্র্যাকটিস হলেও ম্যাচ ঠিকমতো করা যাবে কি না, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এ দিন চিপকের পিচ শুকনো করার জন্য তার উপর কাঠকয়লা জ্বালিয়ে রাখতে দেখা গেল মাঠকর্মীদের। সংগঠকরা বলছেন, আধুনিক নিকাশি ব্যবস্থা থাকায় আউটফিল্ডের তেমন ক্ষতি করতে পারেনি ‘ভারদা’। মাঠের সাইটস্ক্রিন সারানোর কাজ চলছে। আর স্টেডিয়ামের গেটগুলোর সামনে ভেঙে পড়া গাছ সরানোর কাজও চলছে জোর কদমে। এ সব ঠিকঠাক মিটলে তার পর শুরু করা যাবে টেস্ট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy