ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম ম্যাটস হুমেলস।
সের্জিও র্যামোস বনাম থিয়াগো আলকান্তারা।
গ্যারেথ বেল বনাম ম্যানুয়েল নয়্যার।
বুধবার রাতে আলিয়াঞ্জ এরিনা এমনই এক স্বপ্নের লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে। যেখানে প্রতিটা পজিশনে রয়েছে বিশ্বমানের প্রতিভা। ডাগআউটের সামনে দুই সোনার মগজ। এ তো যেন ফুটবল নক্ষত্রদের কোলাজ। যেখানে বিশ্বকাপজয়ী ফুটবলাররা আছেন। আবার রয়েছেন ফিফার বর্ষসেরাও।
কোয়ার্টার ফাইনাল ড্র হওয়ার পরেই এই ম্যাচ নিয়ে শুরু হয়ে যায় যাবতীয় কাটাছেঁড়া। কোন দল জিতবে? কোন ফুটবলার হবেন টাইয়ের নায়ক? বিশেষজ্ঞরা দিতে থাকেন তাঁদের মতামত। ইউরোপীয় ফুটবলের দুই গোলিয়াথের লড়াই তাই তো নিয়েছে অন্য মাত্রা। ম্যাচটা— বায়ার্ন মিউনিখ বনাম রিয়াল মাদ্রিদ।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের আগে যাবতীয় নজর বায়ার্ন ম্যানেজার কার্লো আনচেলোত্তির ওপর। আনচেলোত্তির অধীনেই দশ নম্বর চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছিল রিয়াল। কিন্তু তার এক বছরের মধ্যে বরখাস্ত হতে হয়েছিল ইতালীয় ম্যানেজারকে। রিয়াল থেকে বিতারিত হওয়ার সেই যন্ত্রণা আজও ভোলেননি আনচেলোত্তি। নিজের কেরিয়ারে বহু ক্লাবের দায়িত্ব সামলেছেন। কিন্তু আজও আনচেলোত্তি বলেন, রিয়ালে কাটানো দু’বছর কোনওদিনই ভুলতে পারবেন না।
তবে বায়ার্ন কর্তা কার্ল হেইঞ্জ রুমেনিগে জানিয়ে দিলেন প্রিয় ক্লাবের বিরুদ্ধে নামার আগে লা ডেসিমা নিয়ে ভাবছেন না বায়ার্ন ম্যানেজার। বরং প্রাক্তন ক্লাবকে হারিয়ে আনচেলোত্তি প্রমাণ করতে চান তাঁকে বরখাস্ত করাটা ঠিক হয়নি। ‘‘যে কোনও মূল্যেই রিয়ালকে হারাতে চায় আনচেলোত্তি। ও অনেক দিন ধরেই তৈরি হচ্ছে রিয়াল ম্যাচের জন্য। বায়ার্নে অনেক কোচ দেখেছি। কিন্তু আনচেলোত্তি সবার থেকে আলাদা,’’ বলছেন রুমেনিগে।
রিয়ালের ওয়েলশ তারকা গ্যারেথ বেলও ভাল মতো জানেন আনচেলোত্তির দলের বিরুদ্ধে জয় তুলে আনা ঠিক কতটা কঠিন। ‘‘বায়ার্ন এমনিতেই ভাল দল। তার ওপর আবার ম্যানেজার আনচেলোত্তি। এখন তো ওদের হারানো আরও কঠিন হবে,’’ বলছেন বেল। প্রথম লেগ মিউনিখে হওয়ায় রিয়াল উইঙ্গারের লক্ষ্য অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ নিয়ে মাদ্রিদে ফেরা। ‘‘প্রথম লেগ হচ্ছে মিউনিখে। তাই আমাদের লক্ষ্য অ্যাওয়ে গোল করা,’’ বলছেন বেল।
মিউনিখ বিমানবন্দরে অবশ্য সব আকর্ষণের কেন্দ্রে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। উপস্থিত রিয়াল সমর্থকরা সেল্ফির আব্দার করতে থাকেন। রোনাল্ডোর সাম্প্রতিক ফর্ম ভাল না থাকলেও জিদান আশা করছেন বায়ার্ন ম্যাচে রোনাল্ডোর সেরাটাই দেখা যাবে। জিদান বলছেন, ‘‘রোনাল্ডোকে কটাক্ষ করা হচ্ছে ঠিকই। কিন্তু রোনাল্ডো এ সমস্ত বড় চ্যালেঞ্জ নিতে মুখিয়ে থাকে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy