ফিফার সদর দফতরে সাংবাদিক সম্মেলন তখন চলছে সেপ ব্লাটারের। হঠাৎ এক ব্যক্তি তাঁর দিকে এগিয়ে গেলেন। নিরাপত্তারক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই ডলারের বান্ডিল ব্লাটারের দিকে এগিয়ে দিলেন সেই ব্যক্তি। কেউই তখন কিছু বুঝে উঠতে পারছেন না। নিরাপত্তারক্ষীরা তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করার আগেই ততক্ষণে নকল নোটের বান্ডিল ব্লাটারের দিকে ছুড়ে দিয়ে চিৎকার করে বলে উঠলেন সেই ব্যক্তি, ‘‘সেপ, এটা ২০২৬ বিশ্বকাপ উত্তর কোরিয়ায় করার জন্য।’’ বিরক্ত ব্লাটার সঙ্গে সঙ্গে সাংবাদিক সম্মেলন ছেড়ে উঠে যান। যদিও পরে অবশ্য ফিরেও আসেন।
পরে জানা যায় সেই ব্যক্তি ব্রিটিশ কৌতুকাভিনেতা সাইমন ব্রডকিন। ফিফার দুর্নীতিতে জড়ানোর অভিযোগের কারণে এ ভাবেই অভিনব প্রতিবাদ জানান তিনি। এ দিনই আবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঘোষণা করল ফিফা। ২৬ ফেব্রুয়ারি, ২০১৬। যার জন্য ২৬ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের। শোনা যাচ্ছে, অনেক দেশের ফুটবল প্রধানই উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে ভোটে দাঁড়াতে অনুরোধ করেছেন। যে পদে ব্লাটার ২৯ মে নির্বাচিত হওয়ার চার দিন পরেই সরে দাঁড়ান। দুর্নীতি বিতর্কে জর্জরিত হয়ে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy