ওয়াংখেড়েতে কাল মনোজ বনাম রায়ডু
নিজস্ব প্রতিবেদন
দেওধর ট্রফির ফাইনালে ওঠার পরের দিন। মুম্বইয়ের মেরিন ড্রাইভে অশোক দিন্দা, সৌরাশিস লাহিড়ী
ও মনোজ তিওয়ারি। সঙ্গে পূর্বাঞ্চলের ব্যাটিং কোচ শিবসুন্দর দাস। সোমবার। ছবি: ফেসবুক
দক্ষিণের ব্যাটসম্যানদের পিটিয়ে তোলা ৩১৪ রানও টপকে দু’উইকেটে ম্যাচ জিতে নিল পশ্চিমাঞ্চল। সূর্য কুমার যাদবের ৫৬ বলে ৮০, অক্ষর পটেলের ৩৮ বলে ৬৪, রায়ডুর ৫৪ ও শেলডন জ্যাকসনের ৫১-ই পশ্চিমকে দেওধর ট্রফির ফাইনালে তুলে দিল। বুধবার ফাইনালে মনোজ তিওয়ারি ও অম্বাতি রায়ডুর ‘ডুয়েল’। বিশ্বকাপের ৩০ জনের দল নির্বাচনের আগে দেওধর ট্রফির ফাইনাল এই দুই তারকার কাছেই বড় পরীক্ষা। সোমবার ওয়াংখেড়েতে ফেভারিট দক্ষিণাঞ্চলের ওপেনার ময়ঙ্ক অগ্রবাল (৮৬), বাবা অপরাজিত (৫৬) ও মণীশ পাণ্ডে (৫৫) ব্যাট হাতে দাপট দেখানোর পর সূর্য, রায়ডুরাও সেই প্রাদ্যান্য বজায় রাখেন। রান তাড়া করতে নেমে পশ্চিমাঞ্চল ৩৩ ওভারে ১৭৪-৬ হয়ে গিয়েছিল। সেখান থেকে ম্যাচ বের করে নেন অক্ষর, সূর্য ও শার্দুল ঠাকুর (২৩ বলে ৩১)।
টিকিট বিভ্রাটে বাগান দু’ভাগ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
কিঙ্গ কাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার চব্বিশ ঘণ্টা পরেও মুষড়ে রয়েছে বাগান শিবির। বিশেষত করিম বেঞ্চারিফার পুণে এফসি-র কাছে সাডেন ডেথে হেরে যাওয়া কিছুতেই মানতে পারছেন না সুভাষ ভৌমিক। একেই তাঁর ‘এ’ লাইসেন্স না থাকা নিয়ে ঝামেলা চলছে। তার উপর আবার বাগানের প্রাক্তন কোচের টিমের কাছে হার। সব মিলিয়েই বেশ হতাশ নিউ আলিপুরের বাসিন্দা। মোহনবাগান সচিব অঞ্জন মিত্র বলেছিলেন, “ফেডারেশনের সঙ্গে কথা বলেই সুভাষ ভৌমিকের লাইসেন্সিং সমস্যা মেটানোর চেষ্টা করব।” এ দিকে ফেডারেশনের কর্তারা বলছেন, এ-লাইসেন্স ছাড়া কোনও ভাবেই সুভাষ কোচিং করাতে পারবেন না। কিঙ্গ কাপ হারার পর তাই বাগান জুড়ে তীব্র জল্পনা, ভুটান থেকে ফেরার পরই কি বাগান টিডির পদ থেকে সরে দাঁড়াতে পারেন সুভাষ? মোহন কর্তারা অবশ্য এ রকম সম্ভাবনার কথা একেবারেই উড়িয়ে দিচ্ছেন। তবে ভুটান থেকে ফেরার পর সুভাষের সঙ্গে টিমের পারফরম্যান্স নিয়ে আলোচনায় বসার কথা সবুজ-মেরুন কর্তাদের। এ দিকে বাগান কিঙ্গ কাপের ফাইনালে উঠছে ধরে নিয়েই সে ভাবে ফেরার বিমানের টিকিট কাটা ছিল। কিন্তু রবিবার সেমিফাইনাল থেকেই মোহনবাগান ছিটকে গিয়েছে। এখন আর ভুটান থেকে ফেরার জন্য কোনও টিকিট পাওয়া যাচ্ছে না। সোমবার তো কোনও টিকিটেরই ব্যবস্থা করা যায়নি। আজ মঙ্গলবার ছ’টি টিকিট পাওয়া গিয়েছে।
আটলেটিকোকে টপকে গেল গোয়া
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সোমবার নর্থইস্ট ইউনাইটেডকে ৩-০ হারিয়ে আটলেটিকো দে কলকাতাকে টপকে গেল জিকোর এফসি গোয়া। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। সেখানে কলকাতা এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে নিয়ে নেমে গেল তিনে। এই পরিস্থিতিতে আজ মঙ্গলবার এফসি পুণে সিটির বিরুদ্ধে জিততে না পারলে চাপ বাড়বে আন্তোনিও লোপেজ হাবাসের টিমের। এ দিন এফসি গোয়ার হয়ে গোল করেন রোমিও ফার্নান্ডেজ, স্লেপিচকা এবং আন্দ্রে সান্তোস। রোমিও ফার্নান্ডেজের গোলটি আইএসএলের একশোতম গোল।
আইএসএলে ১০০ গোল
ইন্ডিয়ান সুপার লিগে ১০০ তম গোল হল ৪৬ তম ম্যাচে। গোয়ার মাঠে এফসি গোয়া বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচে। শততম গোলটি করলেন জিকোর দলের ভারতীয় ফুটবলার রোমিও ফার্নান্ডেজ।
• এখনও পর্যন্ত টুর্নামেন্টে ম্যাচ প্রতি গোলের গড় ২.১৭।
• বিদেশিরা গোল করেছেন ৮২।
• ভারতীয়দের গোলসংখ্যা ১৮।
• বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি গোল: ব্রাজিলিয়ানরা (২৩), ফ্রান্স (১১), স্পেন (১০), চেক প্রজাতন্ত্র (৭), ইথিওপিয়া, কলম্বিয়া, গ্রিস (৪), নেদারল্যান্ডস, ডেনমার্ক, কানাডা, কলম্বিয়া, নাইজিরিয়া (৩)।
• সর্বোচ্চ গোলদাতা: এলানো ব্লুমার। ৬ ম্যাচে ৮ গোল।
• হ্যাটট্রিক: ব্রাজিলের আন্দ্রে মরিত্জ। মুম্বই সিটির হয়ে এফসি পুণে সিটির বিরুদ্ধে।
• সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত: চেন্নাইয়ান এফসি। টানা সাত ম্যাচ।
পরিসংখ্যান: হরিপ্রসাদ চট্টোপাধ্যায়
ব্যালন ডি’অরের লড়াইয়ে ন্যয়ারও
ব্যালন ডি’অরের চূড়ান্ত যুদ্ধে আবার মেসি আর রোনাল্ডো। যাঁদের মধ্যেই শেষ হাফডজন বার ব্যালন ডি অর থেকেছে। ২০১৪-র ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে এলএম টেন এবং সিআর সেভেনের চ্যালেঞ্জার বিশ্বকাপজয়ী জার্মান টিমের গোলকিপার ম্যানুয়েল ন্যয়ার। যাঁর সম্ভাবনা সম্পর্কে ফুটবলবিশ্বে অনেক বিশেষজ্ঞই মনে করছেন, মাসকয়েক আগেই কাপজয়ী কিপার এ বার ব্যালন ডি অরের দীর্ঘ মালিকানা মেসি-রোনল্ডোর হাত থেকে উদ্ধার করবেন। সোমবারই ব্যালন ডি অরের দৌড়ে থাকা তেইশের প্রাথমিক তালিকা থেকে চূড়ান্ত তিনের নাম ঘোষণা করল ফিফা। রোনাল্ডো-মেসি-ন্যয়ার। এ ছাড়া ফিফার বর্ষসেরা কোচের দৌড়ে চূড়ান্ত তিনে থাকছেন রিয়াল মাদ্রিদের কার্লো আন্সেলোত্তি, কাপজয়ী জার্মানির জোয়াকিম লো ও আটলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে। বর্ষসেরা গোলের পুরস্কার পাওয়ার চূড়ান্ত তিন দাবিদার হামেস রদ্রিগেজ, রবিন ফান পার্সির সঙ্গে আইরিশ মেয়ে ফুটবলার স্টেফানি রোচ-ও। এ দিনই আবার ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের বিডিংয়ে ঘুষ দেওয়ার অভিযোগ তুলল একটি ব্রিটিশ সংবাদপত্র। যার নিশানায় উয়েফা প্রেসিডেন্ট ও ফিফার এক্সিকিউটিভ কমিটির সদস্য মিশেল প্লাতিনি। অভিযোগ পাবলো পিকাসোর ছবি ঘুষ নিয়েছেন তিনি। ফরাসি কিংবদন্তি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
জিতল ইস্টবেঙ্গল, ইস্টার্ন রেল
এ এন ঘোষ ট্রফিতে সোমবার ইস্টবেঙ্গল ইনিংস ও ১৯ রানে হারাল শ্যামবাজার ক্লাবকে। শ্যামবাজারের প্রথম ইনিংসে ২৯৩-৮ জবাবে ইস্টবেঙ্গল বিদুত অধিকারীর দুরন্ত সেঞ্চুরির (১৯৮) সাহায্যে ৪২২-৫ তুলেছিল। দ্বিতীয় ইনিংসে শেষ পর্যন্ত শ্যামবাজারের ইনিংস শেষ হয়ে যায় ১১০-৯। এ দিনের অন্য ম্যাচে ইস্টার্ন রেল এক উইকেটে হারায় ভিশন ২০২০-কে।
আইপিটিএলের পৃথিবী
অন্য মেজাজে মিশন সিঙ্গাপুর! যখন উড়ানে সেলিব্রিটি যাত্রী সেরেনা আর হান্টুকোভার আপ্যায়নে আর
এক সেলিব্রিটি এয়ার হোস্টেসের পোশাকে টেনিসদুনিয়ার গ্ল্যামারাস তারকা ইভানোভিচ। ছবি: গেটি ইমেজেস
শহরে টেনিসবিশ্বের কিংবদন্তি কোচের ক্লাসে ভারতের এক নম্বর ডেভিসকাপার। কলকাতায় পা রেখেই টনি রোচ
সল্টলেকে জামটা-র কোর্টে নেমে পড়লেন সোমদেব দেববর্মনকে নিয়ে। সোমবার। ছবি: উত্পল সরকার
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy