Advertisement
০২ নভেম্বর ২০২৪
Cricket

গেল-কোহালির থেকে রায়নাকে এগিয়ে রাখলেন হগ

রায়নাকে কেন এগিয়ে রাখলেন অজি প্রাক্তন বোলার? ব্যাখ্যা করেছেন ব্র্যাড হগ।

হগের ভোট রায়নার দিকে। —ফাইল চিত্র।

হগের ভোট রায়নার দিকে। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মেলবোর্ন শেষ আপডেট: ২৮ মার্চ ২০২০ ১৯:১০
Share: Save:

ক্রিস গেল, বিরাট কোহালি নন, সুরেশ রায়নাকে আইপিএল-এর অন্যতম সেরা পাওয়ারপ্লে প্লেয়ার বললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার ব্র্যাড হগ।

ডেভিড ওয়ার্নার, সুরেশ রায়না ও ইংল্যান্ডের জস বাটলার— এই তিন জন ক্রিকেটারকে আইপিএল-এর সেরা পাওয়ারপ্লে প্লেয়ার বলে উল্লেখ করেছেন প্রাক্তন অজি স্পিনার।

কাকে কোন স্থানে রাখছেন এই প্রাক্তন স্পিনার? কারণ ব্যাখ্যা করে হগ বলছেন, ‘‘সবার উপরে থাকবে ডেভিড ওয়ার্নার। অফসাইডে দারুণ শক্তিশালী ব্যাটসম্যান ও। রানিং বিটুইন দ্য উইকেটও বেশ ভাল।’’

আরও পড়ুন: সচিন থেকে রোনাল্ডো... করোনা-যুদ্ধে কে কত টাকা দিলেন জেনে নিন

ভারতের তারকা সুরেশ রায়না প্রসঙ্গে হগ বলছেন, ‘‘সিএসকে-র হয়ে রায়না যে ভাবে খেলে, তা মুগ্ধ করার মতোই। খুবই গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ব্যাট করতে নামে রায়না। ব্যাট করার সময়ে নির্দিষ্ট কয়েকজন বোলারকে রায়না টার্গেট করে। স্ট্রাইক রোটেট করতে পারে। ওকে আমি দু’ নম্বরে রাখছি।’’

আরও পড়ুন: বিরাটই দলের বস, বলছেন শাস্ত্রী

বিরাট কোহালির মতো ব্যাটসম্যান থাকলেও হগ কিন্তু সব দিক বিচার করে রায়নাকে সেরা তিনের মধ্যে রাখলেন।

অন্য বিষয়গুলি:

IPL Suresh Raina Brad Hogg
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE