ধোনি এখনই বিদায় জানাবেন না ক্রিকেটকে, মনে করছেন ব্র্যাগ হগ।
করোনাভাইরাসের জেরে থমকে রয়েছে বিশ্ব। কালো মেঘ ঘনিয়েছে আইপিএলের আকাশেও। এই আবহে মহেন্দ্র সিংহ ধোনির আন্তর্জাতিক কেরিয়ারকেও মেঘাচ্ছন্ন দেখাচ্ছে।
২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু, ১৪ এপ্রিল পর্যন্ত গোটা ভারত লকডাউন রয়েছে। এই পরিস্থিতিতে আইপিএল এ বার হবে কিনা, তা নিয়েই বাড়ছে সংশয়। অনেকেরই মনে হচ্ছে, করোনার জেরে পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে আইপিএল হওয়া মুশকিল। আর আইপিএল যদি না হয়, তা হলে ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা কমবে। সে ক্ষেত্রে তিনি কী ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেবেন, শুরু হয়েছে চর্চা।
আরও পড়ুন: উঠল নিষেধাজ্ঞা, কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব সম্ভবত চাইছেন না স্টিভ স্মিথ
আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকদের অবস্থা নিয়ে কেন্দ্রকে আক্রমণ হরভজন সিংহের
এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার ব্র্যাড হগকে ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেছেন, “সবাই জল্পনায় ব্যস্ত। তবে আমার মনে হয় না ধোনি অবসরের ঘোষণা করবে। ও সবকিছু নিয়েই নিরুদ্বিগ্ন। আর ধোনির কেরিয়ার রীতিমতো ঝলমলে। তাই ও কী করেছে সেটাই উপভোগ করা হোক। তবে আমার মনে হয় যে ভারতের হয়ে আরও একবার খেলার জন্য ও পরের দু’বছরে সর্বাত্মক ঝাঁপাবে।”
Speculation, I don't think he will announce it, he seems pretty calm about things & moves onto the next thing he needs to accomplish. It's been an entertaining career, let's enjoy what he has done! I feel he may have one more burst in the next 2 years for India. #Hoggytime https://t.co/QTYaoURRNB
— Brad Hogg (@Brad_Hogg) March 26, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy