—ফাইল চিত্র
বিগ ব্যাস লিগে ক্রিকেটারদের চুল কাটার ওপর নিষেধাজ্ঞা আনল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। সিডনিতে বাড়ছে করোনা সংক্রমণ, তার ফলেই এমন নির্দেশ বলে জানানো হয়েছে।
করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় বেশ কিছু নিয়ম পরিবর্তন এবং আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর ফলে সিডনি থেকে মেলবোর্নে নিয়ে যাওয়া হলেও ডেভিড ওয়ার্নার এবং শন অ্যাবটকে নেওয়া হয়নি দ্বিতীয় টেস্টের দলে। সিডনির এক সংবাদপত্রে বলা হয়েছে, ‘বিগ ব্যাসের জন্য করোনা নিয়ম আরও কঠোর করা হচ্ছে। নিউ সাউথ ওয়েলসে বেড়ে যাওয়া করোনা সংক্রমণ যে কঠিন পরিস্থিতি তৈরি করেছে, তার মধ্যেই সব রকম সতর্কতা নিয়ে ঘরোয়া লিগের খেলা চালিয়ে যাওয়া হবে। ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট সিডনিতেই করার ভাবনা বোর্ডের’।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যে নতুন কিছু নিয়ম আনা হয়েছে তার মধ্যেই বলা হয়েছে, বিগ ব্যাসের ক্রিকেটাররা চুল কাটতে যেতে পারবে না। রিপোর্ট অনুযায়ী, ‘বাইরের খাবার তারা নিতে পারবে যদি আগে থেকে অর্ডার দেওয়া থাকে, তবে দলের জার্সি পরে যেতে পারবে না সেটা আনতে’। ব্রিসবেনে বিগ ব্যাসের সব দলকে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয়েছে।
আরও পড়ুন: সিডনিতেই তৃতীয় টেস্ট, তৈরি রাখা হচ্ছে মেলবোর্নকেও
আরও পড়ুন: লিগ কাপের সেমিতে ম্যাঞ্চেস্টার ডার্বি, জিতে আরও এক ধাপ উঠল রিয়াল
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy