ভাইচুং ভুটিয়া। ফাইল ছবি
প্রায় দু’বছর আগে চালু হয়েছে সিকিমের পাকিয়ং বিমানবন্দর। কিন্তু এতদিনেও সরাসরি সেখানে বিমানে করে যাওয়ার সুযোগ হয়নি ভাইচুং ভুটিয়ার। ভারতের কিংবদন্তি ফুটবলার অবশেষে সেই সুযোগ পেলেন রবিবার। সরাসরি দিল্লি থেকে বিমানে সিকিমের পাকিয়ং বিমানবন্দরে উড়ে গেলেন।
দিল্লি থেকে ওঠার আগে নিজেই সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন ভাইচুং। লিখেছেন, “দিল্লি থেকে সিকিমের সরাসরি বিমান ধরার জন্য আমি উত্তেজিত। তবে খুব কম সংখ্যক যাত্রী দেখে খারাপ লাগছে।” একইসঙ্গে পোস্টে ভাইচুং সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তাঁর রাজ্যে আসার। লিখেছেন, “আমাদের সুন্দর এবং শান্তিপূর্ণ রাজ্যে সবাইকে আসার অনুরোধ জানাচ্ছি। এখানের গ্রামে ঘুরে ঘুরে পর্যটনের আসল স্বাদ উপভোগ করুন।”
উল্লেখ্য, কিছুদিন আগেই ভাইচুং জানিয়েছিলেন, গ্যাংটকে তাঁর ইউনাইটেড সিকিম ক্লাবকে পুনরুজ্জীবিত করতে চান। মাত্র এক মরসুম আই লিগে খেলেছিল ইউনাইটেড সিকিম। ভাইচুং জানিয়েছিলেন, এবার তাঁর লক্ষ্য আইএসএল খেলা।
Very excited to take my first direct flight from Delhi to Sikkim(Pakyong Airport). Unfortunate to see very less passengers flying. Visit our beautiful and peaceful state. Make sure you visit the villages and experience the rural tourism#Sikkim #VillageTourism #ACT pic.twitter.com/ut22iuPDsA
— Bhaichung Bhutia (@bhaichung15) January 31, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy