অনুশীলনে মগ্ন সুনীল ফাইল চিত্র
মলদ্বীপে এএফসি কাপ খেলতে গিয়ে ভারতের মুখ পোড়াল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। সে দেশের করোনা বিধি ভাঙার অভিযোগ উঠল সুনীলদের বিরুদ্ধে। তাঁদের ওপর বেজায় চটেছে মলদ্বীপ সরকার। আর এক মুহূর্তও সুনীলদের সে দেশে রাখতে চাইছে না তারা।
মলদ্বীপের ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফ টুইটারে লেখেন, ‘এশিয়ান ফুটবল কনফেডারেশ ও আমাদের স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ না মেনে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বেঙ্গালুরু এফসি। অবিলম্বে মলদ্বীপ ছাড়তে হবে এই ক্লাবকে। কারণ আমরা এই আচরণ মানতে পারছি না। কয়েক মাস আগে জনগণের চাপ ও মামলার পরেও আমরা এই প্রতিযোগিতা করতে রাজি হয়েছিলাম’।
মলদ্বীপ সরকার ভারত থেকে আগত দুটি ক্লাব বেঙ্গালুরু এফসি ও এটিকে মোহনবাগান-এর জন্য কড়া সুরক্ষা বলয় তৈরি করেছিল। কিন্তু সুনীল, গুরপ্রীত সিংহ সান্ধুরা তা না মেনেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। এতেই গোটা দলের ওপর ব্যাপক চটেছে মলদ্বীপের প্রশাসন।
Unacceptable behavior from @bengalurufc breaching the strict guidelines from HPA & @theafcdotcom.
— Ahmed Mahloof (@AhmedMahloof) May 8, 2021
The club should leave immediately as we can’t entertain this act.
We honoured the commitment we gave a few months back even with the surge in cases & pressure from the public. https://t.co/RXxma0hyjm
We have informed FAM that we cannot hold the match, and asked them to make arrangements for @bengalurufc’s departure. We will be in further correspondence with AFC through @MaldivesFA to postpone the group stage. https://t.co/wPO7Qkw9Ou
— Ahmed Mahloof (@AhmedMahloof) May 8, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy