শাহবাজ আহমেদ। —ফাইল চিত্র
জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের ২৪ ঘণ্টার মধ্যে মুখ থুবড়ে পড়ল বাংলা। মঙ্গলবার জয়পুরে তামিলনাড়ুর কাছে অভিমন্যু ঈশ্বরনের দল হারল ৭৪ রানে।
তামিলনাড়ুর ২৮৬-৭ রান তাড়া করতে গিয়ে বাংলার ইনিংস শেষ হয়ে গেল মাত্র ২১২ রানে। একা লড়াই করলেন শাহবাজ় আহমেদ। ভয়ঙ্কর ব্যাটিং বিপর্যয়ের মধ্যে তিনিই উপহার ১৩১ বলে ১০৭ রানের ইনিংস। তাঁর পরে বাংলা শিবিরে দ্বিতীয় সর্বোচ্চ রান অনুষ্টুপ মজুমদারের। তিনি ৫৯ বলে ৩৬ রান করেন। কিন্তু তাতেও ফলে কোনও পরিবর্তন ঘটেনি। ৪৫.৩ ওভারে শেষ হয়ে যায় বাংলার লড়াই। সব মিলিয়ে পরের রাউন্ডে পৌঁছনোর রাস্তা আরও কঠিন হয়ে দাঁড়াল।
জয়পুর থেকে ফোনে বাংলা দলের অধিনায়ক ঈশ্বরন বললেন, ‘‘প্রথম ৪০ ওভার পর্যন্ত বোলিংটা ঠিকঠাক হলেও শেষ দশ ওভারে বোলাররা নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেনি।’’ যোগ করেন, ‘‘উপরের সারির ব্যাটসম্যানদের দায়িত্বশীল হতে হবে। তারই মধ্যে শাহবাজ় যে ভাবে ব্যাটিং করেছে, সেটা এই ম্যাচ থেকে আমাদের সেরা প্রাপ্তি। তবে এখনও হতাশ হচ্ছি না। পরিস্থিতি অনুযায়ী নিখুঁত খেলতে পারলে আবার ঘুরে দাঁড়াব আমরা।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy