Advertisement
০৫ নভেম্বর ২০২৪

স্টোকসের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: বেইলিস

গত বছরের সেপ্টেম্বর মাসে এক ঘটনায় ব্রিস্টলে হাতাহাতি করায় আদালতে অভিযুক্ত হন ইংল্যান্ডের অলরাউন্ডার স্টোকস। তবে গত মঙ্গলবারই আদালত তাঁকে বেকসুর খালাস করে দিয়েছে।

ইংল্যান্ডের কোচ ট্রেভর বেইলিস।ছবি রয়টার্স।

ইংল্যান্ডের কোচ ট্রেভর বেইলিস।ছবি রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৮ ০৪:৫৯
Share: Save:

সব কিছু ঠিকঠাক ভাল ভাবে মিটে গিয়েছে। তাই বেন স্টোকসকে জাতীয় দলে ফেরানো হয়েছে বলে মন্তব্য করলেন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেইলিস। তবে এখনই ট্রেন্ট ব্রিজ টেস্টে স্টোকসকে চূড়ান্ত এগারোয় রাখা হবে কি না তা চূড়ান্ত হয়নি বলেও জানাতে ভোলেননি কোচ। বরং বেইলিস মনে করেন, স্টোকসের জন্য ইংল্যান্ড শিবির ও বোর্ডের উপর দিয়ে যা গিয়েছে তার জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত তাঁর।

গত বছরের সেপ্টেম্বর মাসে এক ঘটনায় ব্রিস্টলে হাতাহাতি করায় আদালতে অভিযুক্ত হন ইংল্যান্ডের অলরাউন্ডার স্টোকস। তবে গত মঙ্গলবারই আদালত তাঁকে বেকসুর খালাস করে দিয়েছে। ‘‘আমার মনে হয় দলের ক্রিকেটারদের কাছে, টিম ম্যানেজমেন্ট এবং ইসিবির কাছে স্টোকসের ক্ষমা চাওয়াটা গুরুত্বপূর্ণ’’, বলেন কোচ। তিনি বলেছেন, ‘‘বেনের ব্যাপারে আমি এখন নিশ্চিন্ত। সব কিছু মিটে যাওয়ায় আনন্দও হচ্ছে।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘ও ইংল্যান্ড দলে ফেরাতেও আমি আশ্বস্ত আর খুশি।’’ বৃহস্পতিবারই ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার মাইকেল ভন বলে ফেলেন যে স্টোকস নিজেই এত তাড়াতাড়ি টেস্ট দলে ফেরায় রাজি হওয়ায় তিনি বেশ অবাক হয়েছেন। বেইলিস যা নিয়ে মন্তব্য করেছেন, ‘‘এটা স্টোকস বা কারও একার সিন্ধান্ত নয়। যা কিছু ঠিক করার সম্মিলিত ভাবে করা হয়েছে।’’ কোচ আরও বলেছেন, ‘‘আমি, টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক এবং অ্যান্ডি ফ্লাওয়ার আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। এই সময় ওকে ক্রিকেটে ফিরিয়ে আনার চেয়ে ভাল কিছু হতে পারে না।’’

অন্য বিষয়গুলি:

Cricket England Trevor Bayliss Ben Stokes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE