Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Indian Women Cricket team

সৌরভদের বাড়তি নজর ঝুলন, মিতালিদের ক্রিকেটের দিকে

জুন মাসে ইংল্যান্ডে একটি টেস্ট ম্যাচ, তিনটি টি ২০ ও একদিনের ম্যাচের সিরিজ খেলতে যাবেন মিতালি, ঝুলনরা।

ভারতের মহিলারা ক্রিকেট দল

ভারতের মহিলারা ক্রিকেট দল ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২১ ১৯:০২
Share: Save:

ঝুলন গোস্বামী, মিতালি রাজদের যাতে আরও উন্নতি হয়, তার জন্য সচেষ্ট হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশেষ করে ঝুলনদের পরবর্তী প্রজন্ম যাতে তৈরি থাকে, সেই ব্যবস্থা করছেন সৌরভরা। পুরুষদের মতো মহিলাদের ক্রিকেটেও ‘এ’ দল তৈরি করতে চলেছে বিসিসিআই।

মঙ্গলবারই মহিলা দলের প্রধান কোচ নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করেছে বোর্ড। ভারতের মহিলা দলের বর্তমান কোচ ডব্লিউ ভি রমনের সঙ্গে গত অক্টোবর মাসে চুক্তি শেষ হলেও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ অবধি তাঁকে কাজ করে যেতে বলা হয়েছিল। জুন মাসে ইংল্যান্ডে একটি টেস্ট ম্যাচ, তিনটি টি ২০ ও একদিনের ম্যাচের সিরিজ খেলতে যাবেন মিতালি, ঝুলনরা। তার আগেই নতুন করে প্রধান কোচ নিয়োগ করতে চায় বোর্ড। ২৬ এপ্রিলের মধ্যে এই আবেদন করতে হবে।

বিসিসিআই সূত্রের দাবি, ‘‘শুক্রবার বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সভায় মহিলা ক্রিকেট দলের ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো শক্তিশালী করার ব্যাপারে আলোচনা হবে। মহিলা ‘এ’ দল বিভিন্ন জায়গায় খেলতে যাবে। অনূর্দ্ধ ১৯ দলকে নিয়েও পরিকল্পনা হবে। তবে সবটাই নির্ভর করছে করোনা পরিস্থিতি কেমন থাকছে তার ওপর।’’

প্রধান কোচের দায়িত্বেই থাকবে ভারতের মহিলা এ দল ও অনুর্দ্ধ ১৯। এছাড়াও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বেও থাকবেন তিনি। নতুন ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে ভারতীয় এ দল বা অনুর্দ্ধ ১৯ দলের ভূমিকা রয়েছে। ভারতের পুরুষ দলের ক্ষেত্রে এই পদক্ষেপ নিয়ে সাফল্য পেয়েছে বিসিসিআই। ২০২২ এর অনুর্দ্ধ ১৯ মহিলা বিশ্বকাপের আগে দল গুছিয়ে নিতে চাইছে বোর্ড।

আরও পড়ুন:

অন্য বিষয়গুলি:

BCCI Indian Women Cricket team
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE