Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
India

কেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই-এর বিরুদ্ধে মুখ খুললেন দিলীপ বেঙ্গসরকর?

অন্যান্য বছর আইপিএল-এর আগে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন করে বোর্ড। এ বার বাকি আইপিএল শেষ হলে মুস্তাক আলি আরম্ভ হবে।

বিসিসিআই-এর উপর বেজায় চটেছেন দিলীপ বেঙ্গসরকর।

বিসিসিআই-এর উপর বেজায় চটেছেন দিলীপ বেঙ্গসরকর। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০২১ ১৮:৩২
Share: Save:

আগামী মরসুমে মোট ঘরোয়া ক্রিকেটে ২১২৭টি ম্যাচ আয়োজন করতে চলেছে বিসিসিআই। তবে করোনা পরিস্থিতির মধ্যে ঘরোয়া ক্রিকেট আয়োজন করা হলেও খুশি নন দিলীপ বেঙ্গসরকরসৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই-এর কাছে তাঁর দাবি ইরানি কাপ, দলীপ ট্রফিদেওধর ট্রফি অবশ্যই আয়োজন করা উচিত ছিল।

ভারতীয় ক্রিকেটের ‘কর্নেল’ বলেন, “আগামী ঘরোয়া মরসুমে ইরানি কাপ, দলীপ ট্রফি ও দেওধর ট্রফি আয়োজন করা হবে না! বিসিসিআই-এর সিদ্ধান্তে তো অবাক হয়ে যাচ্ছি! এই তিনটি প্রতিযোগিতা খেলেই কিন্তু একাধিক ক্রিকেটার পরবর্তীকালে সুনাম অর্জন করেছে। তাই বোর্ড কর্তাদের এই দিকে খেয়াল রাখা উচিত।”

অন্যান্য বছর আইপিএল-এর আগে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন করে বোর্ড। এ বার বাকি আইপিএল শেষ হলে ২০ অক্টোবর থেকে ২০২১-২২ মরসুমের মুস্তাক আলি টি-টোয়েন্টি আরম্ভ হবে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই-এর কাজ নিয়ে সন্তুষ্ট নন বেঙ্গসরকর। ফাইল চিত্র।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই-এর কাজ নিয়ে সন্তুষ্ট নন বেঙ্গসরকর। ফাইল চিত্র।

সেটাও মেনে নিতে পারছেন না বেঙ্গসরকর। তিনি যোগ করেন, “আইপিএল-এর পর ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন করে কোনও লাভ নেই। এর চেয়ে আরও আগে বোর্ড কর্তারা ঘরোয়া মরসুম শুরু করতে পারত। সেটা হলে ব্রাত্য থাকা তিনটি প্রতিযোগিতা অনায়াসে আয়োজন করা যেত। অগস্ট-সেপ্টেম্বর মাসে বেঙ্গালুরুতে বৃষ্টি হয় না। সেই সময় ওখানেই এই তিনটি প্রতিযোগিতা আয়োজন করা যেত। সেটা হল না। তাছাড়া আইপিএল-এ কিন্তু সব ঘরোয়া ক্রিকেটার সুযোগ পায় না। তাই বাকিদের ভবিষ্যতের কথা ভেবে বোর্ডের আরও পেশাদারী মনোভাব দেখানো উচিত ছিল।”

অন্য বিষয়গুলি:

India BCCI Sourav Ganguly Dilip Vengsarkar Ranji Trophy Deodhar Trophy Irani Trophy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy