বিতর্ক: বাউন্ডারি লাইনের বাইরে থেকে বল ফেরত পাঠাচ্ছেন রেনশ। টুইটার
গাব্বায় দু’জনে মিলে ধরা অবিশ্বাস্য এক ক্যাচ! আর তা নিয়েই টি-টোয়েন্টি বিগ ব্যাশ লিগে শুরু হয়েছিল বিতর্ক।
বৃহস্পতিবার খেলা ছিল হোবার্ট হারিকেনস ও ব্রিসবেন হিটের মধ্যে। হোবার্টের অধিনায়ক ম্যাথু ওয়েড ১৪.৫ ওভারে বেন কাটিংয়ের বল লং অন অঞ্চলের উপর দিয়ে মেরেছিলেন। ফিল্ডার ম্যাট রেনশ প্রথমে দড়ির ভিতরে ক্যাচটি ধরেন। কিন্তু তার পরে ভারসাম্য হারানোয় বলটি শূন্যে ভাসিয়ে দিয়ে নিজে মাঠের বাইরে চলে যান। বল দড়ি অতিক্রম করলেও হাওয়ায় ছিল। রেনশ এ বার বাইরে থেকেই শূন্যে লাফিয়ে বলটিকে মাঠের ভিতরে পাঠান। এ বার ক্যাচ ধরেন টম ব্যান্টন। ক্যাচটির ভিডিয়ো বার কয়েক দেখে তৃতীয় আম্পায়ার ওয়েডকে (৬১) আউট দেন।
পরে এমসিসি টুইট করে জানায়, ‘‘ক্রিকেটের ১৯.৫ ধারা অনুযায়ী, এটি আউট। ক্যাচ ধরার পরে কোনও ফিল্ডার দড়ির বাইরে কোনও বস্তুকে স্পর্শ করলে তা বাউন্ডারি। রেনশ প্রথমে বলটা মাঠের ভিতরে ধরেছিল। পরে শূন্যে থাকা বল ভিতরে পাঠায় নিজেও শূন্যে ছিল ওই সময়ে। এটি আউট।’’ এর পরে প্রশ্ন উঠে যায়, কেন এ রকম নিয়ম হবে? বলা হচ্ছে, বলও মাঠের বাইরে, ফিল্ডারও। তা হলে কেন ছয় হবে না? ক্রিকেট অস্ট্রেলিয়াও জানায়, ক্যাচটি নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে। নিউজ়িল্যান্ড ক্রিকেটার জিমি নিশাম বলেন, ‘‘এই নিয়মের বদল দরকার।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy