Advertisement
০৫ নভেম্বর ২০২৪

অপরাজিত খেতাবের আরও কাছে বার্সা

ক্যাম্প ন্যু-তে প্রথমার্ধেই ৩-০ এগিয়ে যায় বার্সা। গোল করেন ফিলিপে কুটিনহো এবং পাউলিনহোও। ম্যাচের দ্বিতীয়ার্ধটা কিন্তু এক জনেরই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ মে ২০১৮ ০৩:৩৭
Share: Save:

বার্সেলোনা ৫ : ভিয়ারিয়াল ১

অপরাজিত লা লিগা খেতাব জয়ের আরও কাছে চলে এল বার্সেলোনা। বুধবার লিয়োনেল মেসিরা ৫-১ গোলে হারালেন ভিয়ারিয়ালকে। জোড়া গোল করলেন ওসুমানে দেম্বেলে। গোল পেলেন মেসি নিজেও। আন্দ্রে ইনিয়েস্তার পাস থেকে ভলিতে অসাধারণ গোল করেন তিনি।

ক্যাম্প ন্যু-তে প্রথমার্ধেই ৩-০ এগিয়ে যায় বার্সা। গোল করেন ফিলিপে কুটিনহো এবং পাউলিনহোও। ম্যাচের দ্বিতীয়ার্ধটা কিন্তু এক জনেরই। বার্সার ফরাসি তারকা দেম্বেলে জোড়া গোল করে বুঝিয়ে দিলেন ক্লাবে তাঁর গুরুত্ব। বেশ কয়েক দিন ধরেই স্পেনের সংবাদ মাধ্যম দাবি করছিল, দেম্বেলেকে বিক্রি করে দেওয়ার ভাবনাচিন্তা শুরু হয়েছে। বুধবারের জোড়া গোল যেন তারই জবাব। দু’টি গোলই তিনি করলেন কার্যত একক দক্ষতায়।

এ বারের চ্যাম্পিয়ন বার্সা লিগ টেবলে এখন দু’নম্বরে থাকা আতলেতিকো দে মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে। গত সপ্তাহের শেষে এল ক্লাসিকোয় বার্সা ২-২ ড্র করে রিয়াল মাদ্রিদের সঙ্গে প্রায় পুরো দ্বিতীয়ার্ধটাই দশ জনে খেলে। তাদের এখন মাত্র দু’টি ম্যাচ বাকি।

অপ্রতিরোধ্য: মেসির সেই অনবদ্য ভলি। বুধবার সেভিয়ার বিরুদ্ধে।

লেভন্তে ও রিয়াল সোসিদাদের বিরুদ্ধে ড্র করতে পারলেও লা লিগায় প্রথম বার অপরাজিত খেতাব জয়ের গৌরব অর্জন করবেন মেসিরা।

অন্য বিষয়গুলি:

Barcelona Lionel Messi Football LaLiga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE