হতাশ: ভাল খেলেও বাসার্কে জেতাতে পারলেন না মেসি। এএফপি
বার্সেলোনা ০ • স্লাভিয়া প্রাহা ০
অকপট জেরার পিকে। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার ক্যাম্প ন্যু-তে স্লাভিয়া প্রাহার মতো দলকেও হারাতে না পেরে অভিজ্ঞ বার্সা ডিফেন্ডার পরিষ্কার বলে দিলেন, ‘‘এত খারাপ খেললে আমাদের ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন না দেখাই ভাল।’’
লা লিগায় লেভন্তের কাছে ১-৩ হারের পরে স্লাভিয়া প্রাহার সঙ্গে ড্র করা মানতে পারলেন না বার্সেলোনার সমর্থকেরাও। ম্যাচ শেষ হতেই লিয়োনেল মেসিদের নিজেদের স্টেডিয়ামেই বিশ্রী বিদ্রুপের সামনে পড়তে হল। হতাশ আর এক বার্সা ডিফেন্ডার ক্লিম লঙ্গলের প্রতিক্রিয়া, ‘‘খুব কঠিন সময়ের মধ্যে পড়েছি আমরা। জানি আমাদের মতোই মনের অবস্থা সমর্থকদের। ওদের খারাপ লাগলে তার বহিঃপ্রকাশ তো ঘটবেই। আমাদেরও তা মেনে নিতে হবে।’’
পিকে আরও বলেছেন, ‘‘গোলের যথেষ্ট সুযোগ পেয়েছি। তবু জিততে পারলাম না। শেষ দু’টি ম্যাচেই একই ঘটনা ঘটল। আমাদের কাছে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। কারণ বার্সেলোনা সত্যিই বড় দল। খারাপ লাগাটা ওরা জানাতেই পারে।’’
লঙ্গলে কিন্তু স্লাভিয়া প্রাহারই প্রশংসা করেছেন, ‘‘জানতাম স্লাভিয়া ভয়ঙ্কর প্রতিপক্ষ। ওরা এত ভাল খেলায় অবাক হইনি। ম্যাচের বিভিন্ন সময় আমাদের রীতিমতো কঠিন অবস্থায় ফেলে দিচ্ছিল।’’ যোগ করলেন, ‘‘অবশ্য ঠাসা সূচির জন্যও সমস্যায় পড়ছি। স্লাভিয়া তরতাজা অবস্থায় এসেছিল। সেখানে আমাদের তিন দিনে একটা ম্যাচ খেলতে হচ্ছে। তার খারাপ প্রভাব পড়বেই। আমরা একসঙ্গে বসে এক-একটা ম্যাচ নিয়ে আলাদা পরিকল্পনাও নিতে পারছি না। তবে সব দিন এ রকম যাবে না। দ্রুত আমরা ছবিটা বদলে দেব।’’
ক্লাব খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে মানলেন বার্সা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দেও। পরিস্থিতি যা, তাতে এই ম্যানেজারের যে কোনও সময় চাকরি যেতে পারে বলে অনুমান স্পেনীয় প্রচারমাধ্যমের। ড্রয়ের পরে ভালভার্দেকে বলতে শোনা গেল, ‘‘আগের দিন লেভন্তের কাছে হারলাম। ভাবলাম বারবার এ রকম হবে না। সে দিনটা আমাদের জন্য খারাপ ছিল। কিন্তু প্রাহার সঙ্গেও দেখলাম উন্নতি হল না। এখন পুরো দলটাই চাপে পড়ে গেল।’’
চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচে বার্সেলোনাকে খেলতে হবে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে। ভালভার্দের আশা, সান সিরোয় ইন্টার মিলানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচের আগে বার্সা পরের রাউন্ডে খেলা নিশ্চিত করবে। চোট সারিয়ে হয়তো লুইস সুয়ারেসও ফিরবেন। যিনি মঙ্গলবার খেলতে পারেননি। ফুটবল বিশ্লেষকেরা অবশ্য মনে করছেন সুয়ারেস নন, সব কিছু নির্ভর করছে মেসির উপরে। প্রাহার বিরুদ্ধে দিশাহীন বার্সা আক্রমণে তিনিই শুধু উজ্জ্বল ছিলেন। একবার একক প্রচেষ্টায় গোলের মুখ খুলেও ফেললেন। কিন্তু শট পোস্টে প্রতিহত হয়ে ফিরে এল। আর একবার গোলের বল সাজিয়ে দিলেন আর্তুরো ভিদালকে। সুযোগ নষ্ট করলেন চিলি তারকা। পিকে ফুটবলারদের ধৈর্য না হারাতে অনুরোধ করেছেন। আর আর্সেনাল-খ্যাত কোচ আর্সেন ওয়েঙ্গার মন্তব্য করেছেন, ‘‘কিছু একটা করার জন্য বার্সার পুরো দলটাই লিয়োর দিকে তাকিয়ে থাকে। এটাই ওদের সব চেয়ে বড় দুর্বলতা।’’
ডর্টমুন্ড হারাল ইন্টারকে: মঙ্গলবার ডর্টমুন্ড নিজেদের মাঠে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে দিল। জার্মান ক্লাবের আচরাফ হাকিমি জোড়া গোল করেছেন। ডর্টমুন্ডের অন্য গোলটি জুলিয়ান ব্র্যান্ডটের। ড্র করলেও বার্সেলোনা নিজেদের গ্রুপে (‘এফ’) শীর্ষে আছে। তাদের পয়েন্ট চার ম্যাচে আট। সম সংখ্যক ম্যাচ খেলে এক পয়েন্ট কম দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের। চার ম্যাচে মাত্র চার পয়েন্ট আন্তোনিয়ো কন্তের ইন্টার মিলানের। আর মেসিদের বিরুদ্ধে চমকে দেওয়া প্রাহা, টেবলের সব চেয়ে নীচে রয়েছে। পয়েন্ট চার ম্যাচে মাত্র দুই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy