মে দিবসে পাক বোলারদের চূড়ান্ত খাটান দেওয়ালেন দুই বাংলাদেশি ওপেনার। তামিম ইকবাল আর ইমরুল কায়েস—দুই বাঁ-হাতির অপরাজিত সেঞ্চুরির দাপটে প্রথম টেস্টের চতুর্থ দিন বাংলাদেশ প্রথম ইনিংসে প্রায় তিনশো রানে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ম্যাচ কেবল সম্মানজনক ড্র রাখার দারুণ সম্ভাবনাই জাগিয়েছে তাই নয়, যে কোনও উইকেটে বাংলাদেশের নতুন টেস্ট রেকর্ডও গড়ে এখনও অক্ষত রয়েছে।
এ দিন মিসবা-উল-হকদের প্রথম ইনিংস প্রতিপক্ষের ৩৩২-এর জবাবে ৬২৮ রানে শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬১ ওভারেই বাংলাদেশ বিনা উইকেটে ২৭৩ রান তুলে ফেলে। ওভার পিছু প্রায় সাড়ে চার রানরেটে। তামিম ১৩৮ নটআউট। ইমরুল পার্টনারের চেয়ে মাত্র ছয় রান কম— ১৩২ ব্যাটিং। জুনেইদ, ওয়াহাবের পেস কিংবা হাফিজ, ইয়াসিরের স্পিন কিছুই দাঁত ফোটাতে পারেনি বাংলাদেশি ওপেনিং জুটির ব্যাটে। তামিম-ইমরুলের পার্টনারশিপ এখনই ভেঙে দিয়েছে ২০১৩-এ গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে আশরাফুল-মুশফিকুরের পঞ্চম উইকেটে ২৬৭ রানের যে কোনও উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট পার্টনারশিপের পূর্বতন রেকর্ড। একই সঙ্গে তামিম সপ্তম টেস্ট সেঞ্চুরি করে বাংলাদেশের সর্বাধিক টেস্ট সেঞ্চুরির নয়া মালিক বনেছেন। আশরাফুলকে (৬) টপকে। নিটফল— ২৯৬ রানের ঘাটতি মুছে হাতে দ্বিতীয় ইনিংসের সব উইকেট মজুত রেখে বাংলাদেশ এখনই ২৩ রানে এগিয়ে রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy