Advertisement
০৬ নভেম্বর ২০২৪
পাকিস্তান

দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম

বাবর না থাকায় দ্বিতীয় টেস্টেও দলকে নেতৃত্ব দেবেন মহম্মদ রিজওয়ান।

বুড়ো আঙুলের হাড়ে চিড় ধরেছে বাবরের। ছবি টুইটার

বুড়ো আঙুলের হাড়ে চিড় ধরেছে বাবরের। ছবি টুইটার

সংবাদ সংস্থা
ক্রাইস্টচার্চ শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ২০:২৯
Share: Save:

প্রথম টেস্টের পর এ বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন বাবর আজম। শনিবার একথা ঘোষণা করা হয়েছে। বাবর না থাকায় দ্বিতীয় টেস্টেও দলকে নেতৃত্ব দেবেন মহম্মদ রিজওয়ান।

শুক্রবার ক্রাইস্টচার্চে পুরোদমে অনুশীলন করেন বাবর। কিন্তু ডান হাতে বুড়ো আঙুলে হালকা ব্যথা অনুভব করতে থাকেন। ওই আঙুলেই চিড় ধরেছিল তাঁর। পুরোপুরি সেরে না ওঠার কারণেই অধিনায়ককে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না পাকিস্তান। দলের ডাক্তার সোহেল সেলিম জানিয়েছেন, “ও আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ওকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না।”

চলতি সফরে একটাও ম্যাচে অংশ নিতে পারলেন না বাবর। গত মাসে কুইন্সটাউনে অনুশীলন চলাকালীনই আঙুলে চোট পান। পুরোপুরি ব্যথামুক্ত অবস্থায় এখনও ব্যাটিং করতে পারছেন না।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE