ফের কোহলীকে টপকালেন বাবর।
আন্তর্জাতিক ক্রিকেটে বাবর আজমের ভাল ছন্দ অব্যাহত। একদিনের ক্রিকেটের শীর্ষস্থান থেকে বিরাট কোহলীকে সরানোর পর এ বার অন্য একটি বিভাগেও তিনি টপকে গেলেন ভারত অধিনায়ককে।
টি-টোয়েন্টি আন্তর্জাতিকে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২০০০ রান করলেন বাবর। ৫২ ইনিংস নিলেন তিনি। এতদিন প্রথম স্থানে ছিলেন কোহলী। তিনি নিয়েছিলেন ৫৬ ইনিংস। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই কোহলীকে টপকে গেলেন বাবর। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। তিনি ২০০০ রান করতে নিয়েছিলেন ৬২টি ইনিংস।
টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের তালিকাতেও কোহলীর থেকে এগিয়ে বাবর। কোহলী যেখানে রয়েছেন পঞ্চম স্থানে, সেখানে কিছুদিন আগেই বাবর উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে শীর্ষে থাকা দাউইদ মালানকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে বাবরের সামনে। গত বছরের নভেম্বর পর্যন্তও বাবর টি-টোয়েন্টিতে শীর্ষ স্থান নিজের দখলে রেখেছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy