প্রথম সুপার ওভারেই নজির। ছবি আইপিএল
চলতি আইপিএল-এর প্রথম সুপার ওভার দেখা গেল রবিবার রাতে। রুদ্ধশ্বাস সেই লড়াইয়ে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে জিতল দিল্লি ক্যাপিটালস। সেই সঙ্গেই সুপার ওভারের ইতিহাসে যোগ হল নতুন নজির।
এই প্রথম বার দু’দলের হয়েই সুপার ওভার করলেন দুই স্পিনার। আগে কখনও এ জিনিস দেখা যায়নি। সুপার ওভারে প্রথম ব্যাট করতে নেমেছিল হায়দরাবাদ। দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ বল তুলে দেন অক্ষর পটেলের হাতে। হতাশ করেননি অক্ষর। তিনি মাত্র ৭ রান দেন।
ধীরগতির চিপকের পিচে একই পন্থা নেন হায়দরাবাদ নেতা ওয়ার্নারও। তিনি বোলিং করতে ডেকে নেন রশিদ খানকে। সাধ্যমতো চেষ্টা করেছিলেন রশিদও। কিন্তু দিল্লির জয় আটকাতে পারেননি। সুপার ওভারে ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দিল্লি। তাদের এখন ৫ ম্যাচে ৮ পয়েন্ট রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy