আদুরিজের হ্যাটট্রিক। ছবি: রয়টার্স।
মেসি ছিলেন। সুয়ারেজ ছিলেন। ছিলেন প্রথম একাদশের বেশির ভাগ ফুটবলারই। কিন্তু সেই তারকাখচিত বার্সেলোনাই এ বার চার গোলে হারল আটলেটিকো বিলবাওয়ের কাছে। আরিজ আদুরিজের হ্যাটট্রিকের সৌজন্যে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের ম্যাচে ৪-০ ফলাফলে পরাস্ত হল লুই এনরিকের দল।
গত মঙ্গলবারই সেভিয়ার বিরুদ্ধে ইউয়েফা সুপার কাপ জিতে মরসুমের প্রথম এবং চলতি বছরের চতুর্থ ট্রফিটি ঘরে তুলেছে বার্সা। সে দিন মেসির দু’টি চোখ ধাঁধানো ফ্রি কিক বার্সাকে ট্রফি এনে দিলেও ৪-১ থেকে ৪-৪ করে এক্সট্রা টাইম পর্যন্ত ম্যাচ গড়ানোয় বার্সার ডিফেন্স নিয়ে চিন্তিত ছিল সবাই। বার্সা ডিফেন্স যে একেবারেই ফর্মে নেই, শুক্রবার রাতে মাদ্রিদে ফের প্রমাণ করে দিল বিলবাও। মাস তিনেক আগে কোপা দেল রে ফাইনালে হারের মধুর প্রতিশোধও নিল তারা।
খেলার প্রথমার্ধে সান হোসের ভলিতে এগিয়ে যায় বিলবাও। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকা বিলবাওয়ের পরের অর্ধে ছিল শুধুই আদুরিজ-ম্যাজিক। ১৫ মিনিটের ব্যবধানে তিন গোল করেন স্পেনের জাতীয় দলের হয়ে মাত্র একটি ম্যাচ খেলা এই প্রবীণ স্ট্রাইকার। ম্যাচ শেষে উচ্ছ্বসিত আদুরিজ বলেন, “বার্সার গোলে চার বার বল ঢোকানো মুখের কথা নয়। দ্বিতীয় পর্বের আগে আমরা আজ অনেকটাই এগিয়ে গেলাম।”
কিন্তু ঘটনা হল, বার্সার গোলে চার বার বল ঢোকানো যে অসম্ভব নয়, দিন তিনেক আগে তা দেখিয়ে দিয়েছে সেভিলা। এ দিন জেরার পিকে-সহ প্রথম একাদশের চার ডিফেন্ডারকে ছাড়াই দল সাজান এনরিকে। তবে তাতে যে লাভ কিছুই হয়নি, খেলার ফলেই তা পরিষ্কার। ম্যাচে যেন থেকও ছিলেন না মেস-সুয়ারেজরা। মেসির একটি ফ্রি কিক অসাম্ন্য দক্ষতায় বাঁচান বিলবাও গোলরক্ষক। বাঁচান আরও একটি শটও। ব্যস ওই পর্যন্তই। এ ছাড়া মাঠে একটাই দল খেলেছে, বিলবাও।
চার গোলে পিছিয়ে থেকে দ্বিতীয় পর্বের ম্যাচ খেলতে আগামী সোমবার ফের মাঠে নামছে দু’দল। এত বড় লিড টপকে মরসুমের দ্বিতীয় ট্রফি তুলতে পারা এখন বিশাল চ্যালেঞ্জ মেসিদের কাছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy