আইপিএল-এ দল পাওয়ার দিনই ভাল খবর এল অশ্বিন-জাডেজার জন্য। অল রাউন্ডার হিসেবে আইসিসি-র টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে ঢুকে পড়লেন দুই ভারতীয়। যখন শীর্ষস্থান ধরে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন তখনই ছ’নম্বর থেকে পাঁচে উঠে এলেন রবীন্দ্র জা়ডেজা। বোলারদের তালিকাও সমৃদ্ধ করলেন এই দুই তারকা ক্রিকেটার। দ্বিতীয় স্থানে অশ্বিন। জাডেজা আটে।
সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১টি উইকেট নিয়েছিলেন অশ্বিন। জাডেজার দখলে ছিল ২৩। ৩-০-তে সিরিজ জিতে নিয়েছিল ভারত। এই সিরিজে ভাল খেলার ফল হাতে নাতে পেয়ে গেলেন এই দুই ক্রিকেটার। দুই অল রাউন্ডার ভারতের মুখ রক্ষা করলেও সেরা দশে জায়গা হল না কোনও ভারতীয় ব্যাটসম্যানের। ১১ নম্বরে রয়েছেন আজিঙ্ক রাহানে। ১৪তে বিরাট কোহলি। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে থাকলেন ইংল্যান্ডের জো রুট। একদিনের র্যাঙ্কিংয়ে অবশ্য ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। ধোনি রয়েছেন ছ’য়ে। একদিনের বোলিংয়ে ১০-এ রয়েছেন অশ্বিন।
টেস্টে টিম হিসেবে দ্বিতীয় স্থানে থাকল ভারত। শীর্ষে দক্ষিণ আফ্রিকা। তিন নম্বরে অস্ট্রেলিয়া। একদিনের টিম হিসেবেও দ্বিতীয় স্থানেই জায়গা করে নিয়েছে ভারত। এখানে অবশ্য শীর্ষে অস্ট্রেলিয়া। তিনে দক্ষিণ আফ্রিকা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy