আশিস নেহরা।—নিজস্ব চিত্র।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১ নভেম্বর টি২০ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আশিস নেহরা। এখনও মাসও গড়ায়নি প্যাড-গ্লাভস তুলে রেখেছেন, এরই মধ্যে নতুন করে ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে চলেছেন আশিস নেহরা। তবে, সেটা ক্রিকেটার হিসেব নয়, ধারাভাষ্যকর হিসেবে।
কাল, বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ভারত-শ্রীলঙ্কার প্রথম টেস্ট দিয়ে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হবে আশিসের।
আরও পড়ুন: আইএসএলে গোল্ডেন বুট পেতে পারেন এঁরা
আরও পড়ুন: ঘাস থাকলে থাকুক, মন্ত্র ভারতের
ধারাভাষ্যের দলে ‘নেহরাজি’ কে স্বাগত জানিয়েছেন ভারতীয় দলে এবং দিল্লির দলে তাঁর এক সময়ের সতীর্থ বীরেন্দ্র সহবাগ।
বুধবার টুইট করে ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা সহবাগ লেখেন “কমেন্ট্রিতে নেহরাজিকে যেন ভাল করে স্বাগত জানানো হয়। নিজেদের ঢংয়ে আপনারাও নেহরাজিকে স্বাগত জানান।”
Nehra ji ka commentary welcome zoron shoron se hona chahiye. Apne style me aap log bhi Nehra ji ko welcome zaroor karein https://t.co/dh9nPCPUQt
— Virender Sehwag (@virendersehwag) November 15, 2017
বুধবার টুইট করে ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা সহবাগ লেখেন “কমেন্ট্রিতে নেহরাজিকে যেন ভাল করে স্বাগত জানানো হয়। নিজেদের ঢংয়ে আপনারাও নেহরাজিকে স্বাগত জানান।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy