প্রস্তুতি: আমদাবাদের নতুন স্টেডিয়ামের জিমে বিরাট, হার্দিকেরা। টুইটার
বিরাট কোহালির জীবনে ‘শক্তির স্তম্ভ’ তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। ক্রিকেট ধারাভাষ্যকার মার্ক নিকোলাসের পডকাস্টে নিজেই জানালেন এ’কথা। এই অনুষ্ঠানেই বিরাট বলছিলেন, কী ভাবে ২০১৪-র ইংল্যান্ড সফর তাঁর জীবনে দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছিল। সেই সফরে ভারত-অধিনায়ক পাঁচ টেস্টে করেছিলেন মাত্র ১৩৪ রান। তখন তিনি এতটাই মানসিক অবসাদে ভুগেছিলেন যে, নিজেকে বিশ্বের সব চেয়ে নিঃসঙ্গ মানুষ ভাবতেন।
ইংল্যান্ডে ব্যর্থতার পরেই অস্ট্রেলিয়া সফরে মিচেল জনসনদের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে অবিশ্বাস্য ৬৯৭ রান করেন। যার মধ্যে ছিল চারটি সেঞ্চুরি। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান জানাচ্ছেন, কী ভাবে স্ত্রী অনুষ্কার সঙ্গে খোলাখুলি আলোচনা করে মানসিক জটিলতা থেকে বেরিয়ে আসতে পারেন। ‘‘অনুষ্কার সঙ্গে প্রাণ খুলে প্রচুর কথা বলেছিলাম। আলোচনা করেছিলাম, কী ভাবে সব ধরনের নেতিবাচক পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়। অনুষ্কা আমার শক্তির স্তম্ভ। তার একটা কারণ ও নিজেই এমন একটা উচ্চতায় পৌঁছেছে যেখানে নানা ধরনের নেতিবাচক ব্যাপারের মুখোমুখি হতে হয়। ও যেমন আমার দিকটা বোঝে, তেমন আমি বুঝতে পারি ওর দিকটা।’’
কোহালি যোগ করেছেন, ‘‘আমি কী ভাবছি, কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা বোঝার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। জানি না অনুষ্কা আমার জীবনে না এলে, জীবনের কঠিন পরিস্থিতিগুলো সামলাতে পারতাম কি না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy