বুমরার প্রশংসায় কুম্বলে ছবি টুইটার
কয়েকদিন আগেই অনিল কুম্বলের বোলিং অ্যাকশন নকল করেছিলেন যশপ্রীত বুমরা। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ভাইরাল হয়। এবার বুমরা যাঁকে নকল করেছিলেন, তিনিই সেই নকল করাকে সার্টিফিকেট দিলেন। বুমরার টুইটের জবাব দিয়ে ভারতের প্রাক্তন লেগস্পিনার লেখেন, ‘বাহ দারুণ বুমরা। আমার অ্যাকশনের অনেকটাই নকল করতে পেরেছ। তুমি ভবিষ্যতের পেসার। যারা তোমার বোলিং অ্যাকশন নকল করে, তাদের কাছে তুমি অনুপ্রেরণা। সামনের সিরিজের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা।’
বিসিসিআই এর আগে টুইট করে কুম্বলেকে বুমরার নকল করার ভিডিও পোস্ট করে। সেখানে তারা লেখে, ‘আমরা এতদিন বুমরার ভয়ঙ্কর ইয়র্কার এবং তীক্ষ্ণ বাউন্সারই দেখেছি। এবার তার অন্য সংস্করণ আপনাদের সামনে আনছি আমরা। কিংবদন্তি অনিল কুম্বলেকে নকল করার চেষ্টা করেছে বুমরা এবং অনেকটাই সফল হয়েছে।’
Well done Boom. Pretty close . You are an inspiration to the next generation of young fast bowlers who are imitating your style. Best wishes for the upcoming series.
— Anil Kumble (@anilkumble1074) January 31, 2021
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন কুম্বলে। টেস্ট ক্রিকেটে ৬১৯ উইকেট পেয়েছিলেন তিনি। ইংল্যান্ডের প্রাক্তন বোলার জিম লেকারের পর দ্বিতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট পাওয়ার রেকর্ড রয়েছে কুম্বলের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy