জাতীয় দলে আবার ফিরলেন রাসেল। ফাইল ছবি
তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। তাই জন্যে এক বছর পর জাতীয় দলে আন্দ্রে রাসেলকে ফেরাল তারা। তবে কেকেআর-এর আর এক ক্যারিবিয়ান তারকা সুনীল নারাইন এখনও জাতীয় দলের হয়ে খেলার জন্যে তৈরি নন বলে তাঁকে নেওয়া হয়নি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার লক্ষ্যে আগামী কয়েকমাসে একগাদা টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তার জন্য ১৮ জনের শক্তিশালী দল ঘোষিত হল। রাসেল ছাড়াও শেলডন কটরেল, শিমরন হেটমেয়ার, ওশেন টমাস এবং হেডেন ওয়ালশ জুনিয়র দলে ফিরেছেন। দলকে নেতৃত্ব দেবেন কায়রন পোলার্ডই। সহ-অধিনায়ক নিকোলাস পুরান। দলে ক্রিস গেলও রয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স জানিয়েছেন, ঘরের মাঠে আগামী সিরিজগুলি থেকে বিশ্বকাপের জন্য শক্তিশালী প্রথম একাদশ বেছে নেওয়াই লক্ষ্য তাঁদের। নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই তাঁরা খেলতে নামবেন। ঘুরিয়ে-ফিরিয়ে ক্রিকেটারদের খেলানো হবে।
🚨BREAKING NEWS🚨 : Take a first look at the provisional 18-man squad ahead of the three back-to-back five-match T20 International (T20I) Series against South Africa, Australia and Pakistan. #MissionMaroon
— Windies Cricket (@windiescricket) May 18, 2021
Squad Details⬇️ https://t.co/Caoq3lpPBc
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy