Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Anandabazar

অভিজিৎ, সুরজিতের সেঞ্চুরি

নিজস্ব সংবাদদাতা

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২১ ০৬:৪৮
Share: Save:

পুলিশ এসির বিরুদ্ধে ৯ উইকেটে জয়ী আনন্দবাজার স্পোর্টস ক্লাব। সেঞ্চুরি করলেন অভিজিৎ মাল ও সুরজিৎ যাদব। ১৫৩ রান করেন অভিজিৎ। ১১৫ রান সুরজিতের। অন্য দিকে জয়জিৎ বসুর ৯১ রানের দাপটে ঐক্য সম্মিলনীকে হারাল মোহনবাগান।

প্রথম ডিভিশন সংক্ষিপ্ত স্কোর: ১) পুলিশ এসি ২৮৮-৬ (৪৪) সচিন কুমার যাদব ৮৪। আনন্দবাজার স্পোর্টস ২৯০-১ (৪১) অভিজিৎ মাল ১৫৩, সুরজিৎ যাদব ১১৫। ৯ উইকেটে জয়ী আনন্দবাজার স্পোর্টস ক্লাব| ২) খিদিরপুর ২৬২-৭ (৪৪) শ্যামবাজার ক্লাব ২৬৫-৩ (৪১) রাহুল সিংহ রাওয়াত ১০০ অপরাজিত। ৭ উইকেটে জয়ী শ্যামবাজার ক্লাব| ৩) ঐক্য সম্মিলনী ২৩০-৭ (৪৫) স্বপ্নদীপ দে ৫৪ নট আউট। মোহনবাগান ২৩৩-৩ (৩২) জয়জিৎ বসু ৯১। ৭ উইকেটে জয়ী মোহনবাগান| ৪) আই.বি.এসি ২৩৩-১০ (৪৩.৫) আয়ুষ পাল ৬৮। উয়াড়ি ২৩০-৮ (৪৫) আয়ুষ পান্ডে ৮১। ৩ রানে জয়ী আই.বি.এসি|৫) পোর্ট ট্রাস্ট ৩৩১-৮ (৪৪) দেবাগ্নি বসু ১০১। কুমারটুলি ইনস্টিটিউট ২৩২-১০ (৪৩.১)। ৯৯ রানে জয়ী পোর্টট্রাস্ট| ৬) বালিগঞ্জ ইউনাইটেড ২১১-৭ (৪৫) ভীক্রান্ত সিংহ রাজপুত ৬৪। ভবানীপুর ক্লাব ২১২-৫ (৩২.১) সন্দীপন দাস ৫৮, অভিষেক রামন ৫০। ৫ উইকেটে জয়ী ভবানীপুর ক্লাব| ৭) নেতাজি সুভাষ ইনস্টিটিউট ২৬৫-১০ (৪৪) দীপাঞ্জন মুখোপাধ্যায় ৮৫। কাস্টমস ২৬৮-৪ (৪১.৪) শুভঙ্কর বল ১০৭, দীপ চট্টোপাধ্যায় ১০২ নট আউট। ৬ উইকেটে জয়ী ক্যালকাটা কাস্টমস ক্লাব| ৮) পাইকপাড়া ২০৮-৭ (৪৫) শেখ মুস্তাকুর রহমান ৬৪ নট আউট। টাউন ক্লাব ২০৯-৭ (৪০.৪) অরিক্ত দাস ৭৯ নট আউট , সুজিত কুমার যাদব ৪-৩৩। ৪ উইকেটে জয়ী টাউন|

অন্য বিষয়গুলি:

Cricket Anandabazar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy