অম্বাতি রায়ুডু। ছবি: সংগৃহীত।
নিয়ম ভঙ্গের দায়ে হায়দরাবাদের অধিনায়ক অম্বাতি রায়ুড়ুকে দু'ম্যাচের জন্য নির্বাসিত করল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া(বিসিসিআই)।
১১ জানুয়ারি সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছিল কর্ণাটক এবং হায়দরাবাদ। ওই ম্যাচে আম্পায়ার উল্লাস গান্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেন অম্বাতি। মাঠে উপস্থিত আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করাতেই নির্বাসিত করা হল রায়ুডুকে। যার ফলে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিজয় হাজারে ট্রফির প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না অম্বাতি।
বিসিসিআইয়ের পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়েও সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে।সেখানে লেখা হয়েছে, 'আসন্ন বিজয় হাজারে ট্রফির প্রথম দু'টি ম্যাচে খেলতে পারবেন না অম্বাতি রায়াড়ু। হায়দরাবাদ বনাম কর্ণাটক ম্যাচের তিন আম্পায়ার অভিজিৎ দেশমুখ, উল্লাস গান্ধে এবং অনিল দান্দেকরের রিপোর্টের ভিত্তিতেই সাসপেন্ড করা হল তাঁকে।'
আরও পড়ুন: অবিশ্বাস্য আউট! সন্দেহজনক ম্যাচ ঘিরে তদন্ত আইসিসির
আরও পড়ুন: আইপিএল-এ কেমন হল কেকেআর-এর দল?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy