Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Cricket

আইপিএল নিলামে ঝড় তুলতে পারেন ফর্মের তুঙ্গে থাকা এই দুই ক্যারিবিয়ান

দুই ক্যারিবিয়ান ক্রিকেট তারকার দারুণ পারফরম্যান্সের ফলে আইপিএল নিলামে সবার নজর যে তাঁদের দিকেই থাকবে তা বলাই বাহুল্য। ১৯ তারিখ আইপিএল-এর নিলাম।

দুই ক্যারিবিয়ান তারকার দর আকাশছোঁয়া হতে পারে নিলামে। —ফাইল চিত্র।

দুই ক্যারিবিয়ান তারকার দর আকাশছোঁয়া হতে পারে নিলামে। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৭
Share: Save:

চিপকে বল হাতে বিরাট কোহালির উইকেট তুলে নেন শেলডন কটরেল। ভারতের রান তাড়া করতে নেমে শিমরন হেটমায়ার ঝড়ে উড়ে যান শামি-চহাররা।

দুই ক্যারিবিয়ান ক্রিকেট তারকার দারুণ পারফরম্যান্সের ফলে আইপিএল নিলামে সবার নজর যে তাঁদের দিকেই থাকবে তা বলাই বাহুল্য। ১৯ তারিখ আইপিএল-এর নিলাম। ভাল দল গড়ার দিকে নজর থাকবে সব ফ্র্যাঞ্চাইজির। সেই নিলামে কটরেল ও হেটমায়ারের দর বাড়তেই পারে। তাঁদের দলে পাওয়ার জন্য দড়ি টানাটানি শুরু হতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে। আর হবে না-ই বা কেন! সম্প্রতি বল হাতে নজর কেড়েছেন ক্যারিবিয়ান পেসার কটরেল।

ঘণ্টায় ১৪০ কিলোমিটান বেগে বল করতে পারেন এই বাঁ হাতি পেসার। গতির হেরফের ঘটিয়ে ব্যাটসম্যানকে আউট করতেও দক্ষ তিনি। চিপকে কোহালিকে যে বলটায় ফেরান কটরেল, তার গতি কমিয়ে দিয়েছিলেন অনেকটাই। কোহালি আগেই শট খেলে ফেলেছিলেন। ভারত অধিনায়কের ব্যাটে বল লেগে স্টাম্পে লাগে। সেই ওভারেই লোকেশ রাহুলকে আউট করেন ক্যারিবিয়ান পেসার।

টি টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় ব্যাটসম্যানরা দাপট দেখিয়েছেন। সেখানেও কটরেলকে কিন্তু মারতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। টি টোয়েন্টি সিরিজে বুদ্ধিদীপ্ত বোলিং করেছেন কটরেল। বিশ্বকাপে ৯টি ম্যাচ থেকে ১২টি উইকেট নিয়েছিলেন কটরেল। বাঁ হাতি পেসারের দৌরাত্ম্যের পাশাপাশি বাঁ হাতি হেটমায়ারের ব্যাটিং নিয়েও চর্চা হচ্ছে ক্রিকেটমহলে। হেটমায়ারের দাপুটে ব্যাটিং দেখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কর্তারা এখন নিশ্চয় মাথায় হাত দিচ্ছেন।

এক সময়ে আরসিবি ছেড়ে দিয়েছিল বাঁ হাতি ক্যারিবিয়ান তারকাকে। রবিবারের প্রথম ওয়ানডে ম্যাচে হেটমায়ার ১০৬ বলে ১৩৯ রান করেন। টি টোয়েন্টি সিরিজেও ভারতীয় বোলারদের উপরে নির্দয় ছিলেন হেটমায়ার। ভারতীয় বোলিং আক্রমণ এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা। সেই বোলিং আক্রমণকে অবলীলায় তছনছ করেছেন হেটমায়ার।

আইপিএলে হেটমায়ার ও কটরেলের জার্সির রং শেষমেশ কী হয়, তা পরিষ্কার হয়ে যাবে ১৯ তারিখের নিলামে।

অন্য বিষয়গুলি:

Shimron Hetmyer Sheldon Cottrell IPL Auction
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE