লর্ডসে সেই টেস্ট সেঞ্চুরির মুহূর্তে রাহানে। ছবি: রয়টার্স।
২০১৪ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। অ্যালিস্টার কুকের ইংল্যান্ডকে লর্ডসে হারিয়েছিল তারা। সেই জয়ে বড় ভূমিকা ছিল অজিঙ্ক রাহানের সেঞ্চুরির। সেই জয়ই ফিরে দেখলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় অজিঙ্ক রাহানে লিখলেন, “সঙ্কল্পে অটুট থাকা আর পরিস্থিতি অনুযায়ী ব্যাট করাই আমার মন্ত্র। সে দিনও এর কোনও ব্যতিক্রম ছিল না। এই স্মৃতি আজীবন মনে রাখব। লর্ডসের জয় ছিল স্বপ্নপূরণের মতো। টেস্ট ক্রিকেটের প্রতি ভালবাসা, প্যাশন কখনও চলে যাওয়ার নয়।” লর্ডসে সেই টেস্ট জয় কাটিয়েছিল এই মাঠে ২৮ বছরের খরা। আর বিদেশের মাটিতে ভারতের টেস্ট জয় এসেছিল ১১২৪ দিন পর।
আরও পড়ুন: যুবরাজের চ্যালেঞ্জ গ্রহণ করে চোখ বেঁধে ব্যাট বলের কারসাজি সচিনের, কিন্তু...
আরও পড়ুন: ‘সচিনকে সে দিন আউট করেছিলাম, আম্পায়ার আউট দেননি’, বিস্ফোরক দাবি ডেল স্টেনের
সেই ইনিংসে রাহানে করেছিলেন ১০৩। তাঁর শতরানের সুবাদে ভারত প্রথমে ব্যাট করে তুলেছিল ২৯৫। জবাবে ২৪ রানের লিড নেয় ইংল্যান্ড। ভুবনেশ্বর কুমারের ছয় উইকেট বড় রানের ইনিংস গড়তে দেয়নি তাদের। দ্বিতীয় ইনিংসে ভারত তোলে ৩৪২। মুরলী বিজয় করেন ৯৫। হাফ-সেঞ্চুরি করেন রবীন্দ্র জাডেজা ও ভুবনেশ্বর। জেতার জন্য চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের দরকার ছিল ৩১৯ রান। টেস্টের পঞ্চম দিন যখন খেলা শুরু হয় তখন চার উইকেটে ইংল্যান্ড তুলেছিল ১০৫ রান। ছয় উইকেট হাতে নিয়ে হোমটিমের দরকার ছিল আরও ২১৪ রান। শেষ পর্যন্ত ২২৩ রানে দাঁড়ি পড়ে তাদের ইনিংসে। সাত উইকেট নেন ইশান্ত শর্মা। তিনিই ম্যাচের সেরা। ভারত জেতে ৯৫ রানে। সিরিজে ১-০ এগিয়ে যান ধোনিরা। কিন্তু তার পর সিরিজের চিত্রনাট্য যায় বদলে। ভারত হারে তিন টেস্ট। ইংল্যান্ডে ৩-১ ফলে দখল করে সিরিজ।
Determination and staying in present are my mantras whenever I walk in to bat. That day was no different, and it's a memory that I shall cherish for life. Lord's win was like a dream come true for all. The joy, love and passion for test cricket can never be replaced! #MyMemories pic.twitter.com/zzpeuDhcwv
— Ajinkya Rahane (@ajinkyarahane88) May 16, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy