আফগানিস্তান ক্রিকেট দল। —ফাইল চিত্র
দোহায় পৌঁছে গেল আফগানিস্তান ক্রিকেট দল। টি২০ বিশ্বকাপের আগে সেখানেই অনুশীলন করবে তারা। আইপিএল খেলে রশিদ খানরাও পৌঁছে যাবেন সেখানে।
১৭ অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ। আফগানিস্তান সরাসরি সুপার ১২-এ খেলতে নামবে। গ্রুপ ২-তে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে আফগানিস্তান। সেই গ্রুপে আরও দুটো দল আসবে যোগ্যতা অর্জন পর্ব খেলে।
কাতারের উপ বিদেশমন্ত্রী লোলওয়াহা আলখাতের টুইট করে লেখেন, ‘আফগানিস্তান ক্রিকেট দল অনুশীলন করবে কাতারে। তালিবান সরকারের অনুরোধে তাদের স্বাগত জানানো হচ্ছে।’ আফগানিস্তান ক্রিকেট দলের সঙ্গে জাপান, বেলজিয়াম, আয়ারল্যান্ড, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, ইটালি, সুইডেন এবং কানাডার কিছু মানুষও ছিলেন। আফগানিস্তান থেকে তাঁদের উদ্ধার করে কাতারে নিয়ে আসা হয়েছে। আফগানিস্তানের কিছু সাংবাদিকও ছিলেন সেই বিমানে। কাবুল থেকে এটা ষষ্ঠ বিমান এল কাতারে।
The Afghanistan Official Cricket Team on their way to Qatar to get ready for their next Championship, wishing them best of luck 🏏 https://t.co/fhx9ICjAOG pic.twitter.com/LYnvKBedYt
— لولوة الخاطر Lolwah Alkhater (@Lolwah_Alkhater) October 6, 2021
আলখাতের একটি ভিডিয়ো পোস্ট করেন। সেই টুইটে লিখেছেন, ‘আগামী প্রতিযোগিতার জন্য তৈরি হতে কাতারে আসছে আফগানিস্তানের ক্রিকেট দল।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy