Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
Archery

তিরন্দাজিতে ভারতের ইতিহাস, ১৭ বছরের অদিতি স্বামীর হাত ধরে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন পেল দেশ

বিশ্বচ্যাম্পিয়ন হলেন অদিতি স্বামী। তিরন্দাজিতে তিনিই প্রথম ভারতীয় যিনি ব্যক্তিগত বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হলেন। জার্মানির বার্লিনে তিনি হারালেন মেক্সিকোর প্রতিযোগীকে।

Aditi Swami

তিরন্দাজিতে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের অদিতি গোপীচন্দ স্বামী। ছবি: টুইটার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৩ ১৬:৫৯
Share: Save:

১৭ বছর বয়সে ইতিহাস গড়লেন অদিতি গোপীচন্দ স্বামী। তিরন্দাজিতে বিশ্বচ্যাম্পিয়ন হলেন তিনি। অদিতিই ভারতের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন। হারালেন মেক্সিকোর আন্দ্রেয়া বেকেরাকে। ১৪৯-১৪৭ ব্যবধানে জিতলেন অদিতি। গত মাসে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি।

শুক্রবার ভারতীয় মহিলা দল কম্পাউন্ড বিভাগে সোনা জিতেছিল। তিরন্দাজির দলগত প্রতিযোগিতায় এর আগে ভারত কখনও সোনা জিততে পারেনি। সেই দলেও ছিলেন অদিতি। তিনি ছাড়াও ভারতীয় দলে ছিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম এবং পরনীত কৌর। ফাইনালে তাঁরা ২৩৫-২২৯ ব্যবধানে হারিয়েছিলেন মেক্সিকোকে। এ বার ব্যক্তিগত বিভাগেও সোনা জিতলেন অদিতি।

মাত্র ১১ বছর বয়সে তিরন্দাজি শুরু করেছিলেন অদিতি। এই বছরের শুরুতে তিরন্দাজির বিশ্বকাপে অনূর্ধ্ব-১৮ বিভাগে রেকর্ড গড়েছিলেন তিনি। ৭২০ পয়েন্টের মধ্যে ৭১১ পেয়েছিলেন তিনি। আমেরিকার লিকা অ্যারিয়োলাকে ছ’পয়েন্টে হারিয়ে দিয়েছিলেন অদিতি। গত মাসে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। ভারতের চতুর্থ মেয়ে হিসাবে সোনা জিতেছিলেন।

উল্লেখ্য, বাংলার দোলা বন্দ্যোপাধ্যায় বিশ্বকাপে সোনা জিতেছিলেন। ২০০৭ সালে রিকারভ বিভাগে জিতেছিলেন তিনি। দোলা কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন।

অন্য বিষয়গুলি:

Archery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy