তিরন্দাজিতে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের অদিতি গোপীচন্দ স্বামী। ছবি: টুইটার।
১৭ বছর বয়সে ইতিহাস গড়লেন অদিতি গোপীচন্দ স্বামী। তিরন্দাজিতে বিশ্বচ্যাম্পিয়ন হলেন তিনি। অদিতিই ভারতের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন। হারালেন মেক্সিকোর আন্দ্রেয়া বেকেরাকে। ১৪৯-১৪৭ ব্যবধানে জিতলেন অদিতি। গত মাসে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি।
শুক্রবার ভারতীয় মহিলা দল কম্পাউন্ড বিভাগে সোনা জিতেছিল। তিরন্দাজির দলগত প্রতিযোগিতায় এর আগে ভারত কখনও সোনা জিততে পারেনি। সেই দলেও ছিলেন অদিতি। তিনি ছাড়াও ভারতীয় দলে ছিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম এবং পরনীত কৌর। ফাইনালে তাঁরা ২৩৫-২২৯ ব্যবধানে হারিয়েছিলেন মেক্সিকোকে। এ বার ব্যক্তিগত বিভাগেও সোনা জিতলেন অদিতি।
মাত্র ১১ বছর বয়সে তিরন্দাজি শুরু করেছিলেন অদিতি। এই বছরের শুরুতে তিরন্দাজির বিশ্বকাপে অনূর্ধ্ব-১৮ বিভাগে রেকর্ড গড়েছিলেন তিনি। ৭২০ পয়েন্টের মধ্যে ৭১১ পেয়েছিলেন তিনি। আমেরিকার লিকা অ্যারিয়োলাকে ছ’পয়েন্টে হারিয়ে দিয়েছিলেন অদিতি। গত মাসে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। ভারতের চতুর্থ মেয়ে হিসাবে সোনা জিতেছিলেন।
#KheloIndia Athlete Aditi Gopichand Swami crowned World Champion at the #ArcheryWorldChampionships
— SAI Media (@Media_SAI) August 5, 2023
The 17 year old created history by defeating 's Andrea Beccera 149-147 in the Women's Individual Compound final and winning the gloriousfor
Heartiest congratulations! pic.twitter.com/polCvgfFUW
উল্লেখ্য, বাংলার দোলা বন্দ্যোপাধ্যায় বিশ্বকাপে সোনা জিতেছিলেন। ২০০৭ সালে রিকারভ বিভাগে জিতেছিলেন তিনি। দোলা কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy