চেন্নাই সুপার কিংসে ধোনিকে খুব কাছে থেকে দেখেছেন ফাফ দু প্লেসি। ছবি টুইটার থেকে নেওয়া।
বিশ্বক্রিকেটের সেরা ‘ফিনিশার’ কে? দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ দুপ্লেসির কোনও সন্দেহ নেই, এই তকমা প্রাপ্য মহেন্দ্র সিংহ ধোনিরই।
সুরেশ রায়নার ‘মাই আইপিএল মোমেন্ট’ চ্যালেঞ্জ গ্রহণ করে সোশ্যাল মিডিয়ায় দুপ্লেসি চেন্নাই সুপার কিংসের হয়ে কয়েকটা স্মরণীয় মুহূর্তের উল্লেখ করেছেন। তার মধ্যে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৪৮ বলে ধোনির ৮৪ রানের ইনিংসও রয়েছে। দুপ্লেসির মতে, “আমার দেখা সেরা ইনিংসগুলোর মধ্যে এটা অন্যতম।” তার পরই তিনি বলেন, “আমার মনে হয় ধোনিই ক্রিকেটের সেরা ফিনিশার।”
আরও পড়ুন: ‘দলে আসুক ধোনি, ব্যাকআপ কিপার হিসাবে থাকুক রাহুল’
আরও পড়ুন: কেরিয়ারে একটাও টি২০ না খেলা ক্রিকেটারদের এই একাদশ হারিয়ে দিতে পারে যে কোনও দলকেই
সম্প্রতি চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার মাইক হাসিও সর্বকালের সেরা ফিনিশারের মুকুট বসিয়েছেন ধোনির মাথায়। হাসির মতে, রান তাড়া করার সময় মানসিক চাপকে অনায়াসে সরিয়ে রাখার ক্ষমতা রয়েছে রাঁচীর ক্রিকেটারের। ঠান্ডা মাথায় ক্রিজে ধোনির উপস্থিতি চাপ বাড়ায় বিপক্ষের উপর।
এ বারের আইপিএলে খেলার জন্য অনুশীলন শুরু করেও দিয়েছিলেন ধোনি। কিন্তু, করোনাভাইরাসের প্রভাবে আইপিএল অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে। চেন্নাই সুপার কিংসের অনুশীলনও বন্ধ হয়ে গিয়েছে অনেক আগে। ফলে, ধোনির আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
#Faf has taken @ImRaina's #MyIPLMoment challenge and mentions quite a few legendary ones. But we are not gonna let him discount his incredible 67* off 42 to take us Fafulously into the 2018 Final! :') The baton now passes on to @mhussey393! #WhistlePodu @faf1307 🦁💛 pic.twitter.com/okpiPWOQDH
— Chennai Super Kings (@ChennaiIPL) April 15, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy