বিগ ব্যাশে মারমুখী মেজাজে এবিডি।
বন্ধু ক্রিস লিনের ডাকে সাড়া দিয়ে বিগ ব্যাশ খেলতে এসেছেন এবি ডিভিলিয়ার্স। অভিষেক ম্যাচে দুরন্ত ক্যাচ ধরে শিরোনামে এসেছিলেন। শনিবার মেলবোর্ন স্টার্স-এর বিরুদ্ধে এবি করলেন মাত্র ৩৭ বলে ৭১ রান। তাঁর ইনিংস সাজানো রয়েছে দুটি চার ও ৬টি ছক্কায়। তার মধ্যে দিলবর হুসেনের বলে যে ছক্কাটি হাঁকান দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার, তা নিয়ে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। মনে করিয়ে দিলেন আগের সেই এবিডি-কে।
কেন যে তাঁকে বিশ্বকাপে দলে নিল না প্রোটিয়া ব্রিগেড তা এখনও রহস্যই। এ দিন শুরুর দিকে ছন্দে ছিলেন না এবিডি। পরের দিকে ডিভিলিয়ার্স গিয়ার বদলান।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে ছিলেন নয়নের মণি, আজ সেই ‘প্রতিভা’ ভুগছে অস্তিত্ব সঙ্কটে
মেলবোর্ন স্টার্সসের বিরুদ্ধে ব্রিসবেন হিট ২০ ওভারে করে পাঁচ উইকেটে ১৮৬ রান। এবিডি সর্বোচ্চ রান করেন। অধিনায়ক ক্রিস লিন ৩১ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। বেন কাটিং ওপেন করতে নেমে ২২ বলে ২২ রান করেন। ব্রিসবেন হিটের রান তাড়া করতে নেমে মেলবোর্ন স্টার্সের ইনিংস ১৭.৪ ওভারেই শেষ হয়ে যায়।
That's huge.
— KFC Big Bash League (@BBL) January 25, 2020
ABdV 😍 #BBL09 pic.twitter.com/pRAL0exjkA
১১৫-র বেশি রান করতে পারেনি ম্যাক্সওয়েলের মেলবোর্ন স্টার্স। ব্যাট হাতে ম্যাড ম্যাক্স করেন মাত্র ১ রান। তিনি ব্যর্থ হওয়ায় দলও ম্যাচ জিততে পারেনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy