Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
India

আফগানিস্তানকে টেনে রণতুঙ্গার ‘দ্বিতীয় সারির ভারতীয় দল’-এর জবাব দিলেন আকাশ চোপড়া

১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক নিজের দেশের ক্রিকেট বোর্ড কর্তাদের অকর্মণ্য বলে ধওয়নের ভারতকে ‘দ্বিতীয় সারি’র দল বলে মন্তব্য করেছিলেন।

অর্জুন রণতুঙ্গাকে মোক্ষম জবাব দিলেন আকাশ চোপড়া।

অর্জুন রণতুঙ্গাকে মোক্ষম জবাব দিলেন আকাশ চোপড়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০২১ ১৯:২৪
Share: Save:

শ্রীলঙ্কা সফরে যাওয়া শিখর ধওয়নের ভারতীয় দলকে ‘দ্বিতীয় সারির’ বলে কটাক্ষ করেছিলেন অর্জুন রণতুঙ্গা, এ বার তাঁকে জবাব দিলেন আকাশ চোপড়া। শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাস্তব চেহারা তুলে ধরে চোপড়া এক হাত নিয়েছেন রণতুঙ্গাকে।

নিজের ইউ টিউব চ্যানেলে ভারতের প্রাক্তন ক্রিকেটার চোপড়া আফগানিস্তানের উদাহরণ টেনে এনে রণতুঙ্গার উদ্দেশে বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য আফগানিস্তানকে কিন্তু যোগ্যতা নির্ণায়ক ম্যাচ খেলতে হবে না। ওরা কিন্তু প্রথম ১২-তে এমনিতেই চলে এসেছে। তবে আপনার দেশকে কিন্তু বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে নিজেদের প্রমাণ করে মূল পর্বে যেতে হবে। তাই বিপক্ষ সম্পর্কে কিছু বলার আগে একটু ভেবে নেওয়া উচিত।’

সিরিজ শুরু হওয়ার আগে অধিনায়ক শিখর ধওয়নের সঙ্গে আলোচনায় ব্যাস্ত রাহুল দ্রাবিড়। ফাইল চিত্র।

সিরিজ শুরু হওয়ার আগে অধিনায়ক শিখর ধওয়নের সঙ্গে আলোচনায় ব্যাস্ত রাহুল দ্রাবিড়। ফাইল চিত্র।

ধওয়নের দলের বিশ্লেষণ করে চোপড়া এরপর বলেন ‘বিরাট কোহলী, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা শ্রীলঙ্কায় নেই। তাই এটা প্রথম সারির ভারতীয় দল নয়। আপনি ঠিক বলেছেন। কিন্তু এটা কি আদৌ দ্বিতীয় সারির ভারতীয় দল? একটু ভেবে বলবেন।’

চোপড়া আরও যোগ করেন, ‘এই দলের সবাই মিলে এখনও পর্যন্ত মোট ৪৭১টা একদিনের ম্যাচ খেলে ফেলেছে। তবুও এটা কিন্তু ভারতের প্রথম সারির দল নয়। কয়েক দিন পরেই এই সিরিজের জন্য শ্রীলঙ্কার দল নির্বাচন করা হবে। তখন দেখব কতজন প্রথম সারির ক্রিকেটারকে নিয়ে দল গড়া হয়। আপনি যখন আমাদের দলকে নিয়ে মন্তব্য করছেন, তখন নিজের ঘরের অবস্থারও বিচার করা উচিত। তবেই না ব্যাপারটা সমান হবে।’

অন্য বিষয়গুলি:

India Rahul Dravid shikhar dhawan Arjuna Ranatunga Sri Lanka Aakash Chopra Afganistan Cricket wt20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy