গ্রাফিক: শৌভিক দেবনাথ।
রবিবারের মতো আজ, সোমবারেও দেশের নজর থাকবে অলিম্পিক্সের দিকে। আজ প্রথমে অ্যাথলেটিক্সে ২০০ মিটার দৌড়ের প্রথম রাউন্ডে নামবেন দ্যুতি চন্দ। বিকেলে সেই ইভেন্টের সেমিফাইনাল রয়েছে। বিকেলে রয়েছে মহিলাদের ডিসকাস থ্রো-এর ফাইনাল। নামবেন কমলপ্রীত কউর। বিকেলে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে নামবেন সঞ্জীব রাজপুত ও ঐশ্বরী তোমর। রবিবার পুরুষদের হকিতে ভাল ফল করেছে ভারত। আজ মহিলাদের এই ইভেন্টে খেলতে নামবে দেশ। সকাল সাড়ে ৮টায় কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।
খেলার পাশাপাশি নজর থাকবে রাজনীতির দিকেও। আজই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন ত্রিপুরায়। সে রাজ্যে আই-প্যাকের দলকে হোটেলে বন্দি করে রাখার অভিযোগ ওঠার পর থেকেই দফায় দফায় সফরে যাচ্ছেন তৃণমূলের নেতারা। সোমবার সেখানে যাবেন খোদ অভিষেক। দুপুর ১২টায় তাঁর আগরতলায় সাংবাদিক বৈঠক করার কথা। পাশাপাশি, মগরাহাট বিষমদ-কাণ্ডের সাজা ঘোষণা হবে আজ। ২০১১ সালে মগরাহাটে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছিল দেড় শতাধিক মানুষের। সেই মামলার শুনানি শেষে আজ রায় দেবে আদালত।
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে পড়ুয়াদের বিক্ষোভ নজরে এসেছে। ফল নিয়ে আজ ফের একবার সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে সংসদ সভাপতির। পাশফেলের অঙ্কে কি কোনও পরিবর্তন হবে? পড়ুয়াদের জন্য নতুন কোনও ঘোষণা করা হবে? এ সব জানতেই আজ নজর থাকবে সংসদের সাংবাদিক বৈঠকের দিকেও। পাশাপাশি, আজই ‘খেলা হবে’ দিবসের সূচনা হওয়ার কথা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেই কর্মসূচির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় যে ‘খেলা হবে’ স্লোগান নিয়ে উত্তাল হয়েছিল রাজনীতি। সোমবার যেন তারই স্বীকৃতিদান পর্ব। এ ছাড়া আজই জহর সরকারের বিধানসভায় শংসাপত্র নিতে যাওয়ার কথা রয়েছে।
রাজ্য রাজনীতির আরও কয়েকটি ঘটনার দিকে নজর থাকবে সোমবার। এই তালিকার প্রথমেই থাকবে ‘বাবুল সুপ্রিয় অধ্যায়’। বাবুলের রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে সোমবারও নানা মত আসতে চলেছে, এ কথা বলা চলে। পাশাপাশি নজর রাখতে হবে জেলায়। ক্রমাগত বৃষ্টির দাপট কমলেও বিভিন্ন জেলার ব়ড় অংশ এখনও জলমগ্ন রয়েছে। জেলার পরিস্থিতি কোনদিকে গড়ায়, নজর থাকবে সেই খবরেও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy