মা, ছেলের জুটি। ছবি: টুইটার থেকে
মেয়ে হয়ে ছেলেদের ক্রিকেটে খেললেন অ্যারন ব্রিন্ডল। সঙ্গে তাঁর ১২ বছরের ছেলে হ্যারি ব্রিন্ডল। আন্তর্জাতিক মঞ্চে একাধিক কীর্তি রয়েছে অ্যারনের। তবে জীবনের সব থেকে স্মরণীয় ইনিংসটা বোধ হয় খেললেন ছেলের সঙ্গেই। ১৪৩ রানের জুটি গড়লেন মা এবং ছেলে।
শুধু ইংল্যান্ড নয়, সারা বিশ্বে মহিলাদের একদিনের ক্রিকেটে কনিষ্ঠতম অধিনায়ক অ্যারন। যিনি অ্যারন থম্পসন নামেও পরিচিত। ইংল্যান্ডের হয়ে একধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন অ্যারন। টেস্ট ক্রিকেটে কোনও দিন শূন্য রানে আউট হননি তিনি। উম্বি সিসি ট্রোজান্সের হয়ে ওপেন করতে নেমে বিপক্ষের দেওয়া ১৪৩ রানের লক্ষ্য মা এবং ছেলের জুটিই তুলে দেয়। নেটলহ্যাম ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়ে ম্যাচ জিতে নেয় ট্রোজান্সরা।
ইংল্যান্ডের হয়ে ১১টি টেস্ট খেলেছেন অ্যারন। একটি শতরান-সহ ৫৫১ রান রয়েছে তাঁর দখলে। একদিনের ক্রিকেটে করেছেন ১৯২৮ রান। সেখানেও একটি শতরান রয়েছে তাঁর। ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। মাঝে ৫ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন পরিবারকে সময় দেওয়ার জন্য। ২০১৪ সালে শেষ বার ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন অ্যারন।
We win!!! Well done to @brindlecricket and H for 143 undefeated opening partnership!!!! #proud #mumandson pic.twitter.com/2cCBd57BeE
— FirstCricketTrojans (@FirstTrojans) May 23, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy