Advertisement
২৬ নভেম্বর ২০২৪

টুকরো খবর

আইএসএলে নিজের গুয়াহাটি ফুটবল দলের নাম ‘নর্থ-ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব’ বা এনইইউএফসি ঘোষণা করার দিন বলিউড তারকা জন আব্রাহাম জানিয়ে দিলেন বিশ্বকাপে তাঁর ফেভারিট দেশের নামও। মারাদোনার খেলা দেখে বড় হওয়া জনের বিশ্বাস ব্রাজিল থেকে কাপ নিয়ে যেতে পারে আর্জেন্টিনা। “যদিও ফুটবল মানেই ব্রাজিল, তবু এ বার আর্জেন্টিনা দারুণ দল। পাশাপাশি, তরুণ জার্মান দল আর গতবারের চ্যাম্পিয়ন স্পেনেরও বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে।

শেষ আপডেট: ১১ জুন ২০১৪ ০৩:৪১
Share: Save:

জনের ফেভারিট আর্জেন্তিনা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

আইএসএলে নিজের গুয়াহাটি ফুটবল দলের নাম ‘নর্থ-ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব’ বা এনইইউএফসি ঘোষণা করার দিন বলিউড তারকা জন আব্রাহাম জানিয়ে দিলেন বিশ্বকাপে তাঁর ফেভারিট দেশের নামও। মারাদোনার খেলা দেখে বড় হওয়া জনের বিশ্বাস ব্রাজিল থেকে কাপ নিয়ে যেতে পারে আর্জেন্টিনা। “যদিও ফুটবল মানেই ব্রাজিল, তবু এ বার আর্জেন্টিনা দারুণ দল। পাশাপাশি, তরুণ জার্মান দল আর গতবারের চ্যাম্পিয়ন স্পেনেরও বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে। আর আমার ডার্ক হর্স বেলজিয়াম,” বললেন নিয়মিত বিশ্ব ফুটবল অনুসরণ করা জন। বিশ্বকাপে মাঠ থেকে নয়, স্টুডিও থেকে খেলা দেখবেন অভিনেতা জন। কেবল তাই নয়, পিটার শিলটন, পিটার ক্রাউচ, রবি ফাউলার, সুনীল ছেত্রীদের সঙ্গেই বিশ্বকাপের ধারাভাষ্যে বিশেষজ্ঞের মতামত দেবেন তিনিও। উত্তেজিত জন বললেন, “ওঁদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে হবে ভেবেই উত্তেজিত লাগছে। আমি ফুটবল যেটুকু জানি তা ওঁদের তুলনায় কিছুই না। নিজের জ্ঞান দেখাতে নয়, খেলার প্রতিটা মুভমেন্ট সম্পর্কে ওদের কাছ থেকে শিখতে যাচ্ছি। যা ভবিষ্যতে আইএসএলে আমার নিজের দল চালাতেও কাজে লাগবে। এত দল থাকতে গুয়াহাটি কেন? লাজং এফসি-র আংশিক মালিকানা থাকা জনের কথায়, “লাজং ক্লাবের স্বত্বাধিকারী মিং-এর সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্ব। দেশের অন্যান্য অঞ্চলে ক্রিকেট মুখ্য খেলা হলেও উত্তর-পূর্ব ভারতে কিন্তু প্রধান খেলা ফুটবল। এদের সঙ্গে এত দিন কাটাবার পরে অন্য কোনও দলের কথা ভাবার অবকাশ কোথায়?”

ব্রাজিল যা নতুন দেখবে

বিশ্বকাপ মানেই প্রতিভাবান ফুটবলারদের টক্কর, সমর্থকদের উন্মাদনা ও ফুটবলের জয়গান।
বছরের পর বছর বহু ঐতিহাসিক মুহূর্ত উপহার দিয়েছে বিশ্বকাপ। কিন্তু ব্রাজিলে
কিছুটা বদলাতে চলেছে সেই চেনা রূপ। নতুন যা যা পাওয়া যাবে...

গোলে চমক

২০১০ বিশ্বকাপে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের বিতর্কিত গোলের পরে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, আর কত দিন রেফারির দুটো চোখের উপরেই শুধু ভরসা করবে ফিফা। অনেক বিতর্কের পরে ব্রাজিল বিশ্বকাপ প্রথম বার দেখতে চলেছে গোল লাইন প্রযুক্তি । ২৪০০ বার পরীক্ষা করার পরে সেপ ব্লাটার ‘থাম্বস-আপ’ দিয়েছেন এই প্রযুক্তিকে। যেখানে প্রত্যেক রেফারির হাতে থাকবে একটা বিশেষ ঘড়ি। স্টেডিয়াম জুড়ে লাগানো থাকবে চোদ্দোটা ক্যামেরা। যার মধ্যে সাতটা গোলের মুখের সব ঘটনা রেকর্ড করবে। বল গোল লাইন ক্রস করেছে কি না তার সিগন্যাল চলে আসবে রেফারির ঘড়িতে। গোল লাইন পেরোলেই ঘড়ি দেখাবে ‘গোওল’।

অদৃশ্য স্প্রে

শুধু গোল লাইন প্রযুক্তি নয়। ব্রাজিল বিশ্বকাপে থাকছে অদৃশ্য স্প্রেও। ক্লাব ওয়ার্ল্ড কাপে এই স্প্রে সফল ভাবে পরীক্ষা করে দেখা হয়েছিল। কোন পজিশন থেকে ফুটবলার ফ্রি-কিক নেবে, সেই জায়গাটা স্প্রে দিয়ে মার্ক করে দেবেন রেফারি। যে দাগ দু’তিন মিনিটের মধ্যেই আবার অদৃশ্য হয়ে যাবে। সেপ ব্লাটার বলেছিলেন, “গোল লাইন প্রযুক্তি ছাড়াও আমরা অদৃশ্য স্প্রে ব্যবহার করব। প্রযুক্তি সাহায্য নিতে কোনও অসুবিধা নেই আমাদের।” এই স্প্রেটা ব্যবহার করা হবে যাতে ফ্রি-কিক নেওয়ার সময় বিপক্ষের কোনও ফুটবলার সেই মার্কের সামনে না এগিয়ে আসে।

জল বিরতি

গত বছর কনফেডারেশনস কাপ খেলতে এসে ব্রাজিলের আবহাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন ইতালির কোচ সিজার প্রান্দেলি। বলেছিলেন, “এই গরমে কী করে ফুটবলাররা নব্বই মিনিট খেলবে।” তাই মেসি-রোনাল্ডোদের সুস্থ রাখার কথা ভেবেই প্রতি তিরিশ মিনিটের পরে চার-পাঁচ মিনিট করে জল বিরতি নেওয়ার অনুমতি দেওয়া হবে ফুটবলারদের। তা বলে শুধু এমন এমন ম্যাচে যেখানে প্রচণ্ড গরম।

শিল্ড শুরু ১৫ জুলাই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

বিশ্বকাপ শেষ হওয়ার দু’দিন পরই শুরু হচ্ছে আইএফএ শিল্ড। ১৫ জুলাই। মরসুমের প্রথম টুর্নামেন্ট হচ্ছে শিল্ড। এ বারের বিদেশি দল হিসাবে গত বারের রানার্স বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডির সঙ্গে চিনের একটি দলকে আনার চেষ্টা চলছে। কলকাতার চার দল ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান এবং ইউনাইটেড স্পোর্টস ছাড়াও বাইরের রাজ্যের দু’টি দল খেলবে বলে এ দিন শিল্ড কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বিশ্বকাপ জ্বর থেকে ফুটবলারদের দূরে সরিয়ে রেখে আজ বুধবারই নেমে পড়ছে মোহনবাগান। দু’বেলা ফিজিক্যাল ট্রেনিং করাবেন ফিজিও গাসির্য়া। মঙ্গলবার সকালে ফুটবলারদের ডেকে শৃঙ্খলারক্ষার পাঠ দিলেন টিডি সুভাষ ভৌমিক। অড়ুশীলনে সময় মতো না আসা-সহ বিভিন্ন বিষয়ে শৃঙ্খলা ভাঙলে জরিমানা দিতে হবে ফুটবলারদের। টিডি নিজে ও সাপোটিং স্টাফরাও এই নিয়মের মধ্যে পড়বেন। ইস্টবেঙ্গল কোচ আর্মান্দো কোলাসো অবশ্য বিশ্বকাপ প্রি-কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পর প্রস্তুতি শুরু করবেন। ২ জুলাই থেকে মাঠে নামবেন র্যান্টি মার্টিন্সরা।

গিলমোর প্রয়াত
সংবাদ সংস্থা • সিডনি

১৯৭৫ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়া অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার গ্যারি গিলমোর মারা গেলেন। দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার সিডনির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন অজি ক্রিকেটার। বয়স হয়েছিল ৬২। প্রাক্তন অজি অধিনায়ক গ্রেগ চ্যাপেল তাঁর সঙ্গে এক বার কিংবদন্তি গ্যারি সোবার্সের প্রতিভার তুলনা করেছিলেন। আন্তর্জাতিক কেরিয়ারে দুই ফর্ম্যাট মিলিয়ে ২০টি ম্যাচ খেললেও ‘গাস’ গিলমোর বিখ্যাত বেশ কয়েকটি দুরন্ত পারফরম্যান্সের জন্য। যার মধ্যে সবচেয়ে স্মরণীয় তাঁর বিশ্বকাপে হেডিংলেতে ৬-১৪ বোলিং। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কাছে তাঁর বাঁ হাতি বোলিংয়ের কোনও জবাব ছিল না। ওয়ান ডে-র ইতিহাসে যা অন্যতম সেরা বোলিং। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy