Advertisement
১৮ নভেম্বর ২০২৪
Science

ভারতকে মহাকাশ থেকে কেমন লাগে, দেখুন

রাতে মহাকাশ থেকে কেমন দেখতে লাগে আমাদের এই গ্রহকে? কেমন দেখতে লাগে আমাদের দেশকে? কেমন ভাবে বদলে যাচ্ছে কোনও দেশ বা মহাদেশের বসতি এলাকা? কেমন ভাবে গড়ে ও বেড়ে উঠছে বিভিন্ন দেশের শহরগুলি?মহাকাশে উপগ্রহ থেকে তোলা পৃথিবীর ‘নৈশ জীবন’-এর চমকে দেওয়া ছবি দিয়েই তা তুলে ধরল নাসা। ৫ বছর পর এই প্রথম।

মহকাশ থেকে ভারতের ‘নৈশ জীবন’। ২০১৬-য়।

মহকাশ থেকে ভারতের ‘নৈশ জীবন’। ২০১৬-য়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৭ ১৮:২৭
Share: Save:

রাতে মহাকাশ থেকে কেমন দেখতে লাগে আমাদের এই গ্রহকে? কেমন দেখতে লাগে আমাদের দেশকে? কেমন ভাবে বদলে যাচ্ছে কোনও দেশ বা মহাদেশের বসতি এলাকা? কেমন ভাবে গড়ে ও বেড়ে উঠছে বিভিন্ন দেশের শহরগুলি?

মহাকাশে উপগ্রহ থেকে তোলা পৃথিবীর ‘নৈশ জীবন’-এর চমকে দেওয়া ছবি দিয়েই তা তুলে ধরল নাসা। ৫ বছর পর এই প্রথম।

এ বার প্রতি দিনই পৃথিবীর ‘নৈশ জীবন’-এর ছবি তোলার কথা ভাবা হচ্ছে বলেও নাসার তরফে জানানো হয়েছে। এও জানানো হয়েছে, গত বারের তুলনায় এ বার ছবি আরও বেশি ঝকঝকে হয়েছে। কারণ, চাঁদের পিঠ থেকে প্রতিফলিত আলো এ বার বাদ দেওয়া হয়েছে।


মহাকাশ থেকে দেখা রাতের ভারত। ২০১২ সালে।

এর ফলে আর কী কী সুবিধা হতে পারে?

নাসার গডার্ড স্পেস সেন্টারের আর্থ সায়েন্টিস্ট মিগুয়েল রোমান বলেছেন, ‘‘এর ফলে এ বার পৃথিবীর যে কোনও প্রান্তেরই ভূকম্প, ঝড়, রাজনৈতিক ক্ষমতাকে কেন্দ্র করে গণ-আলোড়নের যাবতীয় ছবিই পাওয়া যাবে মহাকাশ থেকে।’’

আরও পড়ুন- প্রশান্ত মহাসাগরের ১০০ গুণ বড় সমুদ্রে ভাসছে বৃহস্পতির চাঁদ!

অন্য বিষয়গুলি:

NASA India Night Sky Space
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy